হেস্টিংসে রাজ্য বিজেপি অফিসের অদূরেই পড়ে ৫১টি বোমা!
হেস্টিংসে বিজেপির (Bengal BJP) সদর দফতরের কাছে বস্তাভর্তি বোমা উদ্ধার। খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা থেকে ৫১ টি বোমা উদ্ধার হয়।
কলকাতা: হেস্টিংসে বিজেপির (Bengal BJP) সদর দফতরের কাছে বস্তাভর্তি বোমা উদ্ধার। খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা থেকে ৫১ টি বোমা উদ্ধার হয়। চারটি বস্তার মধ্যে বোমাগুলি রাখা ছিল।
কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার কাছে খবর যায় সেনা গোয়েন্দাদের তরফে। হেস্টিংসে বিজেপির সদর দফতরের সামনে চারটি রহস্যজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। গোয়েন্দারা গিয়ে সেই বস্তাগুলি উদ্ধার করেন। তাতে ৫১ টি বোমা রাখা ছিল। বোমাগুলি কোথা থেকে এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: হার কেন? এক মাস পর কারণ খুঁজে বিজেপির সাংগঠনিক স্তরে হতে পারে বড়সড় রদবদল
খাস কলকাতায় কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে বোমা রাখা পরিকল্পিত আক্রমণের ছক। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। দলীয় নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল বোমার ফ্যাক্টরি খুলে দিয়েছে। পার্টি অফিসে থেকে বিধায়ক-সাংসদদের বাড়ির সামনে বোমা পড়ছে। সর্বত্র হামলা চালাচ্ছে তৃণমূল।”