সিবিআই এখনও পেরে উঠেনি, এবার ময়দানে ইডি! বিনয় মিশ্রের বাড়িতে হানা দিল্লি টিমের
প্রথম দিন তাঁকে গরু পাচারকাণ্ড ও দ্বিতীয় দিন কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু বিনয় মিশ্র কোথায় রয়েছেন বিকাশের কাছ থেকে উত্তর খুঁজছেন গোয়েন্দারা।
কলকাতা: কয়লা ও গরু পাচারকাণ্ডে (Coal and Cattle smuggling case) বিনয় মিশ্রের (Vinay Mishra) বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সিআরপিএফ-কে সঙ্গে দিয়ে তল্লাশি চালাচ্ছে দিল্লি থেকে আসা ইডি-র বিশেষ দল। উল্লেখ্য, কয়লাকাণ্ডে এই প্রথম ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। কলকাতার একাধিক বেসরকারি অফিসেও চলছে তল্লাশি।
কয়লা ও গুরু পাচারকাণ্ডে এর আগে বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালিয়েছেন সিবিআই আধইকারিকরা। ইতিমধ্যেই দিল্লিতে ইডির সদর দফতরে একটি মামলা রুজু হয়। তারই ভিত্তিতে এদিন সকাল থেকেই ইডি আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে বিনয়ের চেতলা ও রাসবিহারী ধর্মদাস রোডের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।
আরও পড়ুন: শরীরের অংশ ছড়িয়ে-ছিটিয়ে, মাথা কার্যত মিশেছে রাস্তায়, শিউরে উঠলেন হাইওয়ের ধারের দোকানিরা
এদিকে, এখনও বেপাত্তা বিনয় মিশ্র। মধ্য প্রাচ্যে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তাঁকে বাগে আনতে রীতিমতো কালঘাম ঘুটছে তদন্তকারীদের। বিনয় মিশ্র কোথায়, তা খোঁজ পেয়ে এই নিয়ে তিন বার ভাই বিকাশ মিশ্রকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। প্রথম দিন তাঁকে গরু পাচারকাণ্ড ও দ্বিতীয় দিন কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু বিনয় মিশ্র কোথায় রয়েছেন বিকাশের কাছ থেকে উত্তর খুঁজছেন গোয়েন্দারা।