AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KIFF 2023: ৫ ডিসেম্বর শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে থাকবেন ‘ভাইজান’

৫ ডিসেম্বর ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কাপুরের মতো বলিউডের নায়করা। তৃণমূল সাংসদ তথা প্রাক্তন অভিনেতা শত্রুঘ্ন সিনহাও থাববেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

KIFF 2023: ৫ ডিসেম্বর শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে থাকবেন ‘ভাইজান’
কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনে থাকবেন সলমন খানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 1:46 PM
Share

কলকাতা: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। তা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বুধবার রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠকে কলকাতা চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষিত হল। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেআইএফএফ-এর চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রলীন রায়। এ ছাড়াও মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া, অরিন্দম শীলের মতো চিত্র পরিচালক এবং টলিউডের কলাকুশলীরা। এ দিন ফিল্ম ফেস্টিভ্যাল লোগোর উন্মোচন করা হয়েছে।

৫ ডিসেম্বর ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কাপুরের মতো বলিউডের নায়করা। তৃণমূল সাংসদ তথা প্রাক্তন অভিনেতা শত্রুঘ্ন সিনহাও থাববেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এ বছরের ফিল্ম ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ উদ্বোধনে সলমন খানের উপস্থিতি। এ বছর মে মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন সলমন। এ বার ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনেও দেখা যাবে তবে। তবে প্রতি বছরের মতো শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত থাকবেন না বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

এ বছর সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমা। ২৩টি প্রেক্ষাগৃহে মোট ২১৯টি ছবি দেখানো হবে এ বছরের চলচ্চিত্র উৎসবে। এ বছরের চলচ্চিত্র উৎসবের ক্যাচলাইন ‘বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণ’। ফোকাস কান্ট্রি হবে স্পেন ও অস্ট্রেলিয়া। ২০২৩ সালের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি, উত্তম কুমার এবং তনুজার অভিনীত ‘দেয়া নেয়া’।

চলচ্চিত্র উৎসবের বিষয়ে রাজ চক্রবর্তী বলেছেন, “চলচ্চিত্র উৎসবের জন্য খুব সুন্দর ভাবে পরিকল্পনা করা হয়েছে। ৫ থেকে ১২ ডিসেম্বর অবধি চিত্র উৎসব চলবে।” পরিচালক গৌতম ঘোষ বলেছেন, “সিনেমা দেখার প্রস্তুতি শুরু করে দিন। বেছে নিন কোন কোন সিমেনা দেখতে যাবেন। কোন সিনেমা মন দিয়ে দেখবেন।”