Firhad Hakim: রাজাবাজারে ভূগর্ভস্থ জল চুরি কাণ্ডে কড়া পদক্ষেপের পথে ফিরহাদ, দিলেন বড় নির্দেশ
Firhad Hakim: অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কোনও অনুমতি ছাড়াই যন্ত্র বসিয়ে ভূগর্ভ থেকে জল তুলে বোতলে ভরে বিক্রি চলছে অবাধে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ।
কলকাতা: রাজাবাজারে বেআইনিভাবে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করা কাণ্ডে কঠোর পদক্ষেপ কলকাতা পুরসভার। জল এবং স্বাস্থ্য বিভাগ অবিলম্বে এফ আই আর করবে পুলিশের কাছে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, “এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমি ওয়াটার সাপ্লাইকে বলেছি। তার কারণ শুধু ওয়াটার সাপ্লাই না স্বাস্থ্য বিভাগের লোকজনকেও সেখানে যেতে হবে। একটা আনঅপ্রুভ বেআইনি নকল করে বিভিন্ন কোম্পানির নামে ব্যবসা করা হচ্ছে। এটা একটা বড় ক্রাইম।” রীতমিতো ক্ষোভ উগরে দিয়ে বলেন, ”ইমিডিয়েট হেলথ এবং ওয়াটার সাপ্লাই গিয়ে এফ আই আর করে লাইন কেটে দেবে। ডুপ্লিকেট বিক্রি করা হচ্ছে। আমাকে শচীন সিং বলেছে। এবং এফ আই আর করবে যাতে পুলিশ ইনকোয়ারি করে এর পিছনে কি দু নম্বরি কে আছে না আছে। কারণ এটা মানুষের জনস্বাস্থ্যের বিষয়। লাইনটাই কেটে দিতে হবে। এফ আই আর করে পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে।”
অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনস্থ স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কোনও অনুমতি ছাড়াই যন্ত্র বসিয়ে ভূগর্ভ থেকে জল তুলে বোতলে ভরে বিক্রি চলছে অবাধে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ। কলকাতা পৌরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিয়ালদহ নর্থ রোডের হাজিপাড়ায় বছরের পর বছর চলছিল এই কারবার।
এই খবরটিও পড়ুন
এই অবৈধ কারবারের বিষয়টি নজরে আনেন এলাকার তৃণমূল কাউন্সিলার শচীন সিং। কলকাতা পৌরসভার মাসিক অধিবেশনে মেয়রের নজরে বিষয়টি এনে ক্ষোভ প্রকাশ করেন কাউন্সিলর। অধিবেশন কক্ষে প্রকাশ্যে বলেছিলেন, “বারবার করে অবৈধ কারবারের কথা মেয়রের নজরে আনা হয়েছে। পুরসভার জল সরবরাহ বিভাগের নজরে আনা হয়েছে। কিন্তু কোন অদৃশ্য শক্তি ওই বেআইনি কারবার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে। ঘুরিয়ে তিনি দলেরই উত্তর কলকাতার একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। তা নিয়ে চাপনউতোরও হয়।” এবার ফের একবার কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ফিরহাদকে।