Kolkata Metro: বৃহস্পতিতে কম চলবে মেট্রো, সময়সূচি জানুন
Kolkata metro service:গ্রিন লাইনে চলবে ১৪৮টি পরিষেবা (৭২ আপ ও ৭২ ডাউন)। যা সাধারণ দিনের তুলনায় কম। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ। এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান— যা সাধারণ দিনের তুলনায় সাত মিনিট আগে।

কলকাতা: আজ অর্থাৎ বৃহস্পতিবার ভাইফোঁটা। বহু মানুষ এ দিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। আর সেই উপলক্ষে কলকাতা মেট্রো জানাল তাদের পরিষেবা নিয়ে। কয়েকটি লাইনে মেট্রো কম চলবে। কতক্ষণ সময় লাগবে সে বিষয়ও জানিয়েছে মেট্রো। জানা যাচ্ছে, আজ ব্লু লাইন ও গ্রিন লাইনে ট্রেন চলবে সীমিত সংখ্যায়। তবে ইয়েলো,অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা থাকবে স্বাভাবিক।
ব্লু লাইন
ব্লু লাইনে মোট ১৮২টি পরিষেবা (৯১ আপ ও ৯১ ডাউন) চালানো হবে। অন্যান্য দিন চলে ২৭২টি। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। শেষ ট্রেন রাত ৯টা বেজে ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম। সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।
গ্রিন লাইন
গ্রিন লাইনে চলবে ১৪৮টি পরিষেবা (৭২ আপ ও ৭২ ডাউন)। যা সাধারণ দিনের তুলনায় কম। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ। এবং সকাল ৬টা ৩২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানযা সাধারণ দিনের তুলনায় সাত মিনিট আগে। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান থেকে ও ৯টা ৪৭ মিনিটে সল্টলেক সেক্টর সেক্টর ফাইভ থেকে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের দিনে যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় পরিষেবার সংখ্যা সাময়িকভাবে হ্রাস করা হয়েছে। এ দিকে, ব্লু লাইনে পরপর যান্ত্রিক গোলযোগ হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। কয়েকদিন, আগেও দমদম থেকে ময়দান পর্যন্ত সাময়িক মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল যান্ত্রিক সমস্যার জন্য। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। তার আগে কালীঘাট মেট্রো স্টেশনে দশ মিনিটের জন্য দুর্ভোগ হয়েছিল। সেই কারণেই ক্ষুব্ধ যাত্রীদের দাবি, এই ভাবে মাঝে-মাঝেই অসুবিধায় পড়তে হচ্ছে। আজ এই স্টেশন তো কাল ওই স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এটা ভীষণই বিরক্তিকর। প্রতিবার পৌঁছতে দেরী হয়ে যাচ্ছে ঠিক এই কারণে।
