Kolkata Metro: জোকা-এসপ্ল্যানেড মেট্রো চালু হওয়ার আগেই জোড়া উপহার! বিরাট সুবিধা হবে যাত্রীদের
Kolkata Metro: এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছাড়িয়ে ইডেন গার্ডেন নামে আরও একটি স্টেশন করা হবে। সেই মেট্রো স্টেশন প্রিন্সেপ ঘাট সার্কুলার রেল স্টেশন লাগোয়া অংশে করা হবে।

কলকাতা: জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে মেট্রোর রেলের আরও তরফে নতুন দুটি স্টেশনের অনুমোদন মিলল। রেল বিকাশ নিগম লিমিটেড জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো করিডরের কাজ করছিল। এসপ্ল্যানেড এবং জোকা দু’দিকে দুটি অন্তিম স্টেশন ছিল এতদিন পর্যন্ত। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোকার পরে যেখানে সংশ্লিষ্ট মেট্রো রুটের করিডরের ডিপো রয়েছে, সেখানে আরও একটি মেট্রো স্টেশন তৈরি করা হবে। যার নামকরণ করা হবে আইআইএম জোকার নামে।
অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ছাড়িয়ে ইডেন গার্ডেন নামে আরও একটি স্টেশন করা হবে। সেই মেট্রো স্টেশন প্রিন্সেপ ঘাট সার্কুলার রেল স্টেশন লাগোয়া অংশে করা হবে। মেট্রো রেল সূত্রে খবর, দক্ষিণ শহরতলির দিক থেকে নৈনান, বিষ্ণুপুরের মানুষের সুবিধে করতে এবং বাবুঘাটের দিক থেকে মানুষজনের সুবিধা করতে এই দুটি স্টেশনের নয়া অনুমোদন দেওয়া হল।
বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে। কিন্তু সেই রুটে যাত্রী সংখ্যা অত্যন্তই নগণ্য। যে কারণে ৫০ মিনিট অন্তর এক একটি মেট্রো রেক চলে।
ধর্মতলা পর্যন্ত এই করিডরের মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে যাত্রীসংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যাবে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। জোকা থেকে আইআইএম জোকা স্টেশনের দূরত্ব হবে ১.৭ কিমি। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন স্টেশনের দূরত্ব হবে ১.৬ কিমি। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের বা পার্পল লাইনের যাত্রাপথ ১৪.১ কিলোমিটার থেকে বেড়ে ১৮ কিলোমিটার হতে চলেছে।





