AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক রাতেই শারীরিক অবস্থার বেশ খানিকটা বদল! ফিরহাদের তত্ত্বাবধানে জেলের সিনিয়র মেডিক্যাল অফিসার

বুধবার তাঁর জ্বর কমলেও পেটে ছিল অসহ্য যন্ত্রণা। বৃহস্পতিবার সকালে প্রেসি়ডেন্সি জেল (Presidency Jail) সূত্রে খবর, আগের তুলনায় বেশ অনেকটাই ভাল আছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এক রাতেই শারীরিক অবস্থার বেশ খানিকটা বদল! ফিরহাদের তত্ত্বাবধানে জেলের সিনিয়র মেডিক্যাল অফিসার
ফাইল ছবি
| Updated on: May 20, 2021 | 8:08 AM
Share

কলকাতা: বুধবার তাঁর জ্বর কমলেও পেটে ছিল অসহ্য যন্ত্রণা। বৃহস্পতিবার সকালে প্রেসি়ডেন্সি জেল (Presidency Jail) সূত্রে খবর, আগের তুলনায় বেশ অনেকটাই ভাল আছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জ্বর রয়েছে, তবে তা খুবই সামান্য। পেট ব্যথার সমস্যা থেকেও অনেকটাই রেহাই পেয়েছেন রাজ্যের পরিবহণ ও আবাসন মন্ত্রী। জেলের সিনিয়র মেডিক্যাল অফিসার পিকে ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। জানা গিয়েছে, কোলাইটিসে ভুগছেন ফিরহাদ। জেল হাসপাতালে থেকেই শুনানি নজর রাখবেন তিনি। তাঁর সঙ্গে দেখা করে নির্মল ঘোষ জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফিরহাদ।

মঙ্গলবার বিকালেই ফিরহাদের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের জ্বর এসেছে। তবে বাবার সঙ্গে দেখা করার পর মেয়ে জানিয়েছিলেন, সুস্থ রয়েছেন তিনি। রাতে জেল সূত্রে ফের জানা যায়, মারাত্মক জ্বর এসেছে ফিরহাদের। তাপমাত্রা প্রায় ১০২ এর কাছাকাছি। সঙ্গে ছিল পেটে ব্য়থাও। । এই পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসা দিতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে যেতে চাননি ফিরহাদ।

রাতে ফের খবর আসে, কিছুটা হলেও জ্বর কমেছে ফিরহাদের। এরপর ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পেটে ব্য়থা ছিল, সঙ্গে ক্লান্তি ভাব। এরপর ফিরহাদের কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট আসে নেগেটিভ। জেলেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকেন তিনি।

এদিকে, কেন তিন হেভিওয়েটকে হাসপাতালে ভর্তি করতে হল? হাসপাতালের রিপোর্ট কতটা ঠিক? জানতে এবার নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করার কথা ভাবছে সিবিআই। এইমসের পাঁচ বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এই টিম গঠন করা হতে পারে। রাজ্যের তরফে পাঠানো মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। জেলের তরফে ববি হাকিমের মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে সিবিআইকে। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে।

ইতিমধ্যে ৫৩ পাতার চার্জশিট তৈরি করেছে সিবিআই। তাতে ফিরহাদের বিরুদ্ধে আঁটঘাট বেঁধে ঘুটি সাজিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে সিবিআই ফিরহাদের হাকিমের নাম উল্লেখ করে লিখেছে, “২০১৪ সালে ২ মে-র ভিডিয়োতে ফিরহাদ হাকিমকে দেখা যাচ্ছে। শঙ্কর নায়ের বলে ব্যবসায়ী সেজে ম্যাথু স্যামুয়েল তাঁকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেন। সেখানে চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সেক্রেটারি শুভেন্দু সামন্ত ওরফে বাবুকে ডাকেন ফিরহাদ। তাঁর হাতেই টাকা দিতে বলেন। ফিরহাদ হাকিম নির্দেশ দিচ্ছেন, সেই টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা পড়ে।”

সিবিআই চার্জশিটে এও উল্লেখ করে, সিএফএসএল গান্ধীনগর, সিএফএসএল চণ্ডীগড়ে এই ভিডিয়োর ভয়েসের নমুনা পরীক্ষা করা হয়। আলাদা করে ফিরহাদ হাকিমের কন্ঠস্বর সংগ্রহ করা হয়েছিল, সেটিকেও মিলিয়ে দেখা হয়। প্রমাণিত হয়, ওই কন্ঠস্বর ফিরহাদ হাকিমেরই।

আরও পড়ুন: নারদ-কাণ্ডে বেআইনিভাবে গ্রেফতারি, সিবিআই-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল

পারিপার্শ্বিক তথ্য প্রমাণ হিসাবে সিবিআই চার্জশিটে উল্লেখ করে, ওই টাকা চেতলা অগ্রণী ক্লাবের একটি অ্যাকাউন্টে জমা পড়ে। এবং সেটি জমা পড়েছে চেন্নাইয়ের ওয়েল উইশার নামে।

ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?
ভারতীয় হাইকমিশনারকে তলব বাংলাদেশের, কারণ কী?