Kolkata Police: টিকিটের কালোবাজারি নিয়ে BCCI সভাপতিকে চিঠি কলকাতা পুলিশের

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Nov 05, 2023 | 12:44 PM

Kolkata Police: এই নোটিশ গিয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনির কাছে। ৭ তারিখের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। তিনি নিদে আসতে না পারলে কোনও প্রতিনিধিকে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। ময়দান থানার তরফ থেকে গিয়েছে এই চিঠি।

Kolkata Police: টিকিটের কালোবাজারি নিয়ে BCCI সভাপতিকে চিঠি কলকাতা পুলিশের
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা দেশ। আর কয়েক ঘণ্টা পরে ইডেনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের টিকিট বিক্রি ঘিরে ইতিমধ্যেই বিস্তর জল ঘোলা হয়েছে। উঠেছে টিকিটে কালোবাজারির অভিযোগ। ইতিমধ্যেই টিকিটে গোলযোগের অভিযোগ কলকাতা পুলিশের কাছে অভিযোগ এসেছে ৯টি। মোট গ্রেফতারির সংখ্যা ২১। এরইমধ্যে এবার BCCI কে নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। নোটিশ দিয়ে তথ্য তলব করেছে কলকাতা পুলিশ। 

এই নোটিশ গিয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনির কাছে। ৭ তারিখের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। তিনি নিদে আসতে না পারলে কোনও প্রতিনিধিকে পাঠাতে হবে বলে জানানো হয়েছে। ময়দান থানার তরফ থেকে গিয়েছে এই চিঠি। টিকিট নিয়ে যে গড়মিলের কথা উঠে আসছে, যে সমস্ত অভিযোগ উঠে আসছে এগুলিরই উত্তর খুঁজে পেতে চাইছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। এই চিঠির হাত ধরেই সমস্যার মূলে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। 

এর আগে ডাকা হয়েছিল সিএবিকে। সিএবি-র কর্তাদের পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। এবার ডাকা হল BCCI-কে। যা নিয়ে এখন জোর চর্চা ক্রিকেট পাড়ায়। সূত্রের খবর, টিকিট বণ্টনের ক্ষেত্রে কী ব্যবস্থা ছিল, সেগুলি কোথায় ছাপা হয়, কীভাবে কোথায় ডিস্ট্রিবিউট করা হয়, কবে কোথায় কাকে দেওয়া হয়েছে এ সবই জানতে চাওয়া হয়েছে চিঠির মাধ্যমে। পাশাপাশি সিএবি-র হাতে কত টিকিট ছিল, বিসিসিআইয়ের জন্য কত টিকিট ছিল, যে অনলাইন সংস্থার হাতে টিকিট বিক্রির দায়িত্ব ছিল তাঁদের কত টিকিট দেওয়া ছিল সবটাই জানতে চাইছেন তদন্তকারীরা।  

Next Article