AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police New Year Celebration: বর্ষবরণে বন্ধ শহরের বেশিরভাগ অভিজাত ক্লাব, কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ

Kolkata Police: শহরজুড়ে নাকা চেকিং, ওয়াচ টাওয়ার, রিজার্ভ ফোর্সের ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ডে থাকবে কড়া নজরদারি। গঙ্গাবক্ষে নজরদারিতে থাকবে রিভার পেট্রলিং টিম।

Kolkata Police New Year Celebration: বর্ষবরণে বন্ধ শহরের বেশিরভাগ অভিজাত ক্লাব, কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ
বর্ষবরণে কলকাতা পুলিশের উদ্যোগ
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 2:45 PM
Share

কলকাতা: ওমিক্রণের বাড়বাড়ন্তে শহরের বেশির ভাগ অভিজাত ক্লাব বন্ধ রাখছে বর্ষবরণের উত্‍সব। ক্যালকাটা ক্লাব, ক্যালকাটা সুইমিং ক্লাব, বেঙ্গল ক্লাব, টলি ক্লাব-সহ বেশ কয়েকটি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর, ১ জানুয়ারি কলকাতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। শহরজুড়ে নাকা চেকিং, ওয়াচ টাওয়ার, রিজার্ভ ফোর্সের ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ডে থাকবে কড়া নজরদারি। গঙ্গাবক্ষে নজরদারিতে থাকবে রিভার পেট্রলিং টিম। হোটেল, পানশালা, নাইট ক্লাবে পুলিশ পিকেটিং বসানো হচ্ছে।

৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারিতে শহরে পুলিশি নিরাপত্তা এক নজরে

* ৩১ ডিসেম্বর ৩ হাজার অতিরিক্ত পুলিশ ও ১ জানুয়ারি সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন গোটা শহরে।

* পার্ক স্ট্রিট এলাকার নিরাপত্তার দায়িত্বে ৪ ডিসি। এর মধ্যে ২ জন মহিলা ডিসি। এছাড়া ১৩ জন সহকারি কমিশনার।

* পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি ও নিউ মার্কেট এলাকায় ৩০ টি পুলিশ পিকেট। এছাড়া মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড-এ পিকেট।

* শহরজুড়ে ‘সিটি ওয়াচ’ মোটরবাইক প্যাট্রোলিং টিম ২০ টি।

* ৩০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ।

* ওয়াচ টাওয়ার ১১ টি। কুইক রেসপন্স টিম ২টি।

* ১৬ চার্চে পিকেট।

* ২৪ টি পার্ক, শপিং মল ও মন্দিরে পিকেট।

* ৩৮ টি হোটেল, পানশালা, নাইট ক্লাবের বাইরে পুলিশ পিকেট।

* রাতে ৯৭ টি জায়গায় নাকা চেকিং।

* ৯ টি ডিভিশনাল রিজার্ভ ফোর্স। ইন্সপেক্টরের নেতৃত্বে প্রত্যেক টিমে ১৫ জন করে পুলিশ।

* শহরের ঘুরে দেখার মতো (ভিক্টরিয়া, চিড়িয়াখানা, মিউজিয়াম ইত্যাদি) ২২ টি জায়গায় পুলিশি নজরদারি।

* গঙ্গাবক্ষে নজরদারিতে ২ টি রিভার প্যাট্রোল টিম। ৩ টি গঙ্গার ঘাটে পুলিশ পিকেট।

* গুরুত্বপূর্ণ জায়গায় জমায়েতের মাঝে চুরি, ছিনতাই ও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন করবে লালবাজার।

বর্ষবরণ পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।  কোভিড পরিস্থিতিতে নতুন বছর উদযাপন কীভাবে হবে? ক্লাবগুলিকে কী বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে? সাংবাদিকদের তরফে এই প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আরে আশ্চর্য! নতুন বছরকে আমি কী করে আটকাব? আশ্চর্য তো! আপনার কাগজের কী উৎসব, আপনার টিভির কী উৎসব! সবসময় নেগেটিভ খেলেন কেন?” মুখ্যমন্ত্রীর সংযোজন, “আপনারা কী ভাবেন না? কিছু হলে তো বড় বড় করে নিউজ় দেখাতে শুরু করবেন, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হয় আমাদের। প্লিজ দয়া করে উত্তেজনা ছড়াবেন না। আপনাদের কাছে আমার হাতজোড় করে অনুরোধ। আপনারা দুটো কোভিডে সহযোগিতা করেছেন, আমি মিডিয়ার কাছ থেকে সহযোগিতা পজেটিভ চাইছি।”

আরও পড়ুন: Mamata Banerjee On New Year: ‘আশ্চর্য! নতুন বছর আমি কীভাবে আটকাব? নেগেটিভিটি ছড়াবেন না’