Kolkata Police: পুলিশ কমিশনার পদ থেকে সরে যাওয়া বিনীত পেলেন বড় দায়িত্ব, আর কোন IPS কী পেলেন?
Police: পুলিশ সূত্রে খবর, বিনীত গোয়েলকে এডিজি -আইজি এসটিএফর পাশাপাশি এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। অজয় রানাডেকে সরানো হল হোমগার্ডে।

কলকাতা: রদবদল হল পুলিশে। এক পদ থেকে অন্য পদে সরিয়ে দেওয়া হল একাধিক পুলিশ কর্তাকে। অতিরিক্ত দায়িত্ব পেলেন বেশ কয়েকজন আইপিএস। তেমনই আবার কাউকে পাঠানো হল অন্য় বিভাগে। প্রশাসনিক সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে একটি রুটিন বদল।
পুলিশ সূত্রে খবর, বিনীত গোয়েলকে এডিজি -আইজি এসটিএফর পাশাপাশি এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। অজয় রানাডেকে সরানো হল হোমগার্ডে। বস্তুত, তিলোত্তমার ঘটনার পর পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে চেয়ে মুখ্য়মন্ত্রীকে বারেবারে জানান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এরপর ডাক্তারদের কথা মেনে নিয়ে পদ থেকে সরানো হয় বিনীতকে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,বিনীত নিজেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরতে চেয়েছিলেন। এবার সেই বিনীতকেই দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব। অপরদিকে, দুঁদে আইপিএস অজয় রানাডে-কে হোমগার্ডে বদলি করা নিয়ে পুলিশ মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
এর পাশাপাশি শ্যাম সিং-কে নিয়ে আসা হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। দময়ন্তী সেন এডিজি -আইজি পলিশি থেকে এডিজি – আইজি এপি করা হল। হরি কিশোর কুসুমাকারকে এডিজি সাইবার থেকে এডিজি -আইজি কোস্টাল সিকিউরিটি-তে পাঠানো হল। অতিরিক্ত দায়িত্ব পেলেন আনন্দ কুমার। এডিজি লিগ্যাল সেলের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এডিজি-আইজি পলিসি দেওয়া হয়েছে তাঁকে। শঙ্খশুভ্র চক্রবর্তী কে আইজি সিআইডি দুই র পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইজি সাইবার সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

