টায়ার পার্ক: কলকাতায় প্রথম গোটা পার্ক সেজেছে চাকায়
অলঙ্করণ - অভীক দেবনাথ

টায়ার পার্ক: কলকাতায় প্রথম গোটা পার্ক সেজেছে চাকায়

aryama das | Edited By: সৌরভ পাল

Dec 18, 2020 | 12:42 PM

টায়ার পার্ক—ধর্মতলা বাস ডিপোর পাশেই তৈরি হয়েছে এই অভিনব, রঙিন পার্ক। শীতকালে ছুটির মরশুমে ঘোরার জন্য পারফেক্ট। এই পার্ক বানানোর উদ্দেশ্য ফেলে দেওয়া জিনিসকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। তাই নষ্ট হওয়ার পর টায়ারেই আঁকা হয়েছে কলকাতা শহর, ট্রাম থেকে ‘মিস্টার বিন’।    

টায়ার পার্ক—ধর্মতলা বাস ডিপোর পাশেই তৈরি হয়েছে এই অভিনব, রঙিন পার্ক। শীতকালে ছুটির মরশুমে ঘোরার জন্য পারফেক্ট। এই পার্ক বানানোর উদ্দেশ্য ফেলে দেওয়া জিনিসকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। তাই নষ্ট হওয়ার পর টায়ারেই আঁকা হয়েছে কলকাতা শহর, ট্রাম থেকে ‘মিস্টার বিন’।