সরস্বতী পুজোর আগে কি ফের পারদ পতন? জানাল আবহাওয়া দফতর
ফেব্রুয়ারি মাসে রাজ্যে রেকর্ড পারদ পতন হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটাই শীতলতম ফেব্রুয়ারি। বিগত দশ বছরে এই ভাবে ফেব্রুয়ারিতে পারদ নামেনি।
কলকাতা: রাত ও ভোরের সময় শীতের আমেজ আর দিনের বেলায় গরম। আগামী কয়েক দিন এ রকমই থাকবে আবহাওয়া। পূর্বাভাস আবহাওয়া দফতরের (West Bengal Weather Forecast)।
আগামিকাল থেকে দিনের বেলায় তাপমাত্রা বাড়তে থাকবে। আজ কলকাতার তাপমাত্রা বেড়ে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আগামী পাঁচ দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। আগামিকাল থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই বাড়তে শুরু করবে। দিনে আর সোয়েটার বা গরম জামা পরার দরকার নেই।
চড়া রোদে কপালে জমতে পারে ঘামও। বুধবার সাধারণত পরিষ্কার আকাশ। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ও ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সবুজ সাথীর সাইকেল নিয়ে স্কুল পড়ুয়াদের মিছিল, ‘দিদিমণি তোমায় চাই’ বাজল তারস্বরে
অর্থাৎ হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে স্পষ্টই সরস্বতী পুজোর আগেই বিদায় নিচ্ছে শীত। তবে একটা কথা বলাই যায়, শুরুর দিকে শীত সেভাবে ব্যাটিং করতে না পারলেও, ফেব্রুয়ারি মাসে রাজ্যে রেকর্ড পারদ পতন হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটাই শীতলতম ফেব্রুয়ারি। বিগত দশ বছরে এই ভাবে ফেব্রুয়ারিতে পারদ নামেনি।