Kolkata-West Bengal Weather: বঙ্গোপসাগরে পাক খাচ্ছে ‘সে’, সপ্তাহন্তে বিরাট বদলে যেতে পারে আবহাওয়া, জানুন আপডেট
Weather Update For Kolkata, West Bengal on 24 October, 2025: আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের দু-এক জেলায় হালকা বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে।

কলকাতা: ঘুমাতে যাওয়ার সময় বা ঘুম ভাঙলে বেশ একটা শীতের আমেজ অনুভূত হচ্ছে। অনেকেই ভোরবেলায় ফ্যান কমিয়ে বা বন্ধ করে দিচ্ছেন। তবে শীত বলছে, তার আসতে আরও কিছুদিন দেরি। অক্টোবরের শেষে এখই শীতের দেখা মিলবে না। এদিকে পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফাঁড়ায় আবার বৃষ্টির সম্ভাবনা। আজ কেমন থাকবে কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়া?
আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। ছট পুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলের দু-এক জেলায় হালকা বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে। আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরেও সুস্পষ্ট একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তি হারাচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার পরে দক্ষিণ-পূর্ব আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আরব সাগরেই এই সিস্টেম শক্তিশালী হবে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম।
এদিকে আবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরও শক্তিশালী হবে বলে অনুমান আবহবিদদের।
পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে। প্রভাব পড়বে উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায়। এটি সপ্তাহান্তে পূর্ব ভারতের উপর দিয়ে অতিক্রম করবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে সোমবার, উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
কলকাতার আবহাওয়া-
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৪ শতাংশ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
কলকাতার মতো হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানেও শুষ্ক আবহাওয়া থাকবে। আজ, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার, ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে, রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
উত্তরবঙ্গের আবহাওয়া-
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ, শুক্রবার থেকে পার্বত্য এলাকায়; মূলত দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।
শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই ফিরবে শুষ্ক আবহাওয়া।
