AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Dev: মমতার ‘নেম ড্রপ’ করেছেন দেব, শুনেই প্রতিক্রিয়া কুণাল ঘোষের

Kunal Ghosh: সব শেষে কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন, আবারও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে চলেছেন দেব। উল্লেখ্য, সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে 'প্রজাপতি ২'। সেই ছবিতে আবারও দেবের সঙ্গে একই পর্দায় দেখা যাবে মিঠুনকে। এদিকে আবার সেই ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

Kunal Ghosh on Dev: মমতার 'নেম ড্রপ' করেছেন দেব, শুনেই প্রতিক্রিয়া কুণাল ঘোষের
দেবকে ফের জবাব কুণালেরImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 06, 2025 | 3:57 PM
Share

কলকাতা: পুজোর সিনেমা নিয়ে দেব-কুণাল তরজা অব্যাহত। দেবের সিনেমা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ  একের পর এক মন্তব্য করেছেন। দলের সাংসদের সিনেমাকে ‘জঘন্য’ বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেব দাবি করেছেন, ওইসব মন্তব্য নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। এবার তারই প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ।

পুজোয় মুক্তি পাওয়া দুটি ছবিকে বারবার তুলনা করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। তাঁর দেওয়া রিভিউ অনুযায়ী, রক্তবীজ সবদিক থেকে ভাল ছবি আর রঘু ডাকাত ভাল নয়। ‘দক্ষিণী স্টাইলে ঝুলন সাজানো হয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি। কুণাল ঘোষের এই বার্তা নিয়েই বিতর্কের সূত্রপাত। প্রথমে চুপ থাকলেও পরে তৃণমূল সাংসদ এই ইস্যুতে বলেন, ‘আমার শত্রু হতে গেলে যোগ্যতা লাগে।’ বিতর্ক তো চলছিলই। তবে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম মাঝে এসে পড়ায় এবার প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ।

সোমবার সোশ্যাল মিডিয়ায় দেবের দেওয়া সেই সাক্ষাৎকারের উক্তি উল্লেখ করে কুণাল ঘোষ লিখেছেন, ‘কুণাল ঘোষ যে কোনও ইস্যুতে মুখ্যমন্ত্রীর নেম ড্রপ করে করে কথা সাজানো পছন্দ করে না।’ রঘু ডাকাতে অভিনেত্রী সোহিনীকে নেওয়ার বিষয়টিও ভাল চোখে দেখেননি কুণাল ঘোষ। আগেও সে কথা বুঝিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার ফের তিনি লিখেছেন, “বেছে বেছে আরজি কর ইস্যুর কুৎসাকারীদের নিয়ে সিনেমা? আমরা তো লড়েছি, তাই আমাদের গায়ে লাগে। যারা কমাস আগেও এই সরকারকে ফেলার কুৎসা করেছে, তাদের নিয়ে নেত্য করার সময় দলের কথা মনে থাকে না?” 

আর সব শেষে কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছেন, আবারও মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করতে চলেছেন দেব। উল্লেখ্য, সব ঠিক থাকলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। সেই ছবিতে আবারও দেবের সঙ্গে একই পর্দায় দেখা যাবে মিঠুনকে। এদিকে আবার সেই ছবি মুক্তি পাওয়ার কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই সময় মিঠুন কী বলবেন আর দেব তার কী প্রতিক্রিয়া দেবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “যখন মিঠুনদাকে নিয়ে পরের ছবি আসবে এবং যখন সেই মিঠুনদা ভোটের আগে আমাদের সরকারের বিরুদ্ধে কুৎসা করবেন, সেইদিন শুধু আমি নই, তৃণমূল পরিবারের সকলে জবাব দেবেন।”