Kunal – Partha : নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কিত মন্তব্যের আবহে পার্থর বাড়িতে কুণাল

Kunal Ghosh: শুক্রবার বিকেলেই শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রসঙ্গে বল ঠেলে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টে। এরপরই শনিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান কুণাল ঘোষ। প্রায় মিনিট দশেক তৃণমূল মহাসচিবের বাড়িতে ছিলেন কুণাল।

Kunal - Partha : নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কিত মন্তব্যের আবহে পার্থর বাড়িতে কুণাল
শনিবার দুপুরে পার্থর বাড়িতে কুণাল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 8:00 PM

কলকাতা : শুক্রবার বিকেলেই শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রসঙ্গে ব্রাত্য বসুকে ক্লিনচিট দিয়েছিলেন রাজ্যের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর সেই সঙ্গে বল ঠেলে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টে। এরপরই শনিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান কুণাল ঘোষ। প্রায় মিনিট দশেক তৃণমূল মহাসচিবের বাড়িতে ছিলেন কুণাল ঘোষ। শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবনে পৌঁছে যান কুণাল ঘোষ। উল্লেখ্য, গতকাল (শুক্রবার) শিক্ষক নিয়োগে অনিয়ম প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। ব্রাত্য় বসুকে ক্লিন চিট দিয়েছিলেন তৃণমূল মুখপাত্র। বলেছিলেন, মুখ্যমন্ত্রী যা যা করার করেছিলেন। এরপর গোটা বিষয়টি নিয়ে পার্থ বাবুর কোর্টে বল ঠেলেছিলেন।

তৃণমূল মুখপাত্রের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় উঠে গিয়েছিল। তিনি বলেছিলেন, “যে সব কেলেঙ্কারির অভিযোগগুলি আসছে, সেগুলি একটাও ব্রাত্য বসুর জমানার নয়। যদি কোথাও কোনও অভিযোগ থাকে, মুখ্যমন্ত্রীর দিক থেকে যা যা করার তিনি করে দিয়েছিলেন। দলের মহাসচিব এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি বুঝিয়ে বলতে পারবেন।” ব্রাত্য বসুও কার্যত এই বিতর্ক থেকে নিজেকে দূরে রেখে পার্থ বাবুর কোর্টেই বল ঠেলেছিলেন। শুক্রবার রাতে তিনি বলেছিলেন,”কুণাল ঘোষ যা বলেছেন, তা পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলেছেন। আপনি পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রতিক্রিয়া চান। আমার কাছে মাইক এনে কী লাভ?”

গতকালের এই ঘটনার পর শনিবার দুপুরে হঠাৎই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষের যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, তাহলে কি দলের নির্দেশেই এই বৈঠক? কারণ, দলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তাঁর সাংবাদিক বৈঠক করে বলা কোনও কথা কোনওভাবেই তাঁর ব্যক্তিগত মতামত নয়, বরং তাতে দলের অনুমোদন রয়েছে বলেই মনে করা হয়। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের এ হেন মন্তব্য স্বাভাবিকভাবেই দলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন : Mamata-Pawar: পাওয়ারের বাসভবনে ‘হামলা’র তীব্র নিন্দা মমতার, দোষীদের কড়া শাস্তির দাবি

আরও পড়ুন : Anubrata Mandal Heath Update: মাঝে মাঝেই অক্সিজেন লাগছে, উডবার্নে কেমন আছেন অনুব্রত?