AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata: তিলজলার ফ্ল্যাটে আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

Fire in Tiljala: স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে বৃদ্ধা ও তাঁর মেয়ে থাকতেন। আগুন লাগার সময় ওই ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। সেই সময় মেয়ে বাইরে ছিলেন। মেয়ে ফিরে দেখেন আগুন লেগে গিয়েছে ফ্ল্যাটে।

Fire in Kolkata: তিলজলার ফ্ল্যাটে আগুন! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 10:16 PM
Share

কলকাতা : ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায় (Fire in Kolkata)। শনিবার সন্ধ্যায় তিলজলার এম সি রায় রোডে অর্জুন অ্যাপার্টমেন্ট নামে এক বিল্ডিংয়ে আগুন লাগে। আগুনে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতার নাম পূর্ণিমা চট্টোপাধ্যায়। বয়স আনুমানিক ৭০ বছর। প্রাথমিকভাবে পুলিশের অনুমান রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে যায় বৃদ্ধার। অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের ভিতর প্লাস্টিক ছিল অনেক। সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দুর্ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও অগ্নিদগ্ধ বৃদ্ধাকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে খবর, ওই ফ্ল্যাটে বৃদ্ধা ও তাঁর মেয়ে থাকতেন। আগুন লাগার সময় ওই ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা। সেই সময় মেয়ে বাইরে ছিলেন। মেয়ে ফিরে দেখেন আগুন লেগে গিয়েছে ফ্ল্যাটে। এদিকে ঠিক কী কারণে আগুন লাগল, তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। ওই অ্যাপার্টমেন্টের পাঁচ তলায় থাকতেন ওই বৃদ্ধা। বাড়িতে সেই সময় আর কেউ ছিলেন না। স্থানীয়রাই বিল্ডিংয়ে আগুন লাগার বিষয়টি দেখতে পান এবং তাঁরাই দমকলে খবর দেন। আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে অগ্নিদগ্ধ অবস্থা এক বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দমকলের তরফে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো যায়নি। স্থানীয় বাসিন্দারাও ঘটনা সম্পর্ক স্পষ্টভাবে কিছু বলতে পারছেন না। এদিকে শনিবার বিকেলে দমদম স্টেশন সংলগ্ন এলাকাতেও দুটি দোকানে আগুন লেগেছিল। তবে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরও পড়ুন : Congress Protest in Kolkata: বাড়ছে জ্বালানির জ্বালা! রাজভবনের সামনে ঘোড়ায় চেপে অভিনব প্রতিবাদে কংগ্রেস

আরও পড়ুন : Rudranil Ghosh Interview: ‘দুয়ারে সরকারের প্ল্যান আমার’, মমতার ‘তুরুপের তাসকে’ ট্রামকার্ড রুদ্রনীলের!