Lake Town: ফেসবুকে পরিচয় থেকে ঘনিষ্ঠতা, চিকিৎসককে ধর্ষণের অভিযোগে ধৃত আইটি কর্মী
Lake Town: লেকটাউন থানায় অভিযোগ জানান ওই চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।
কলকাতা: ফেসবুকে বন্ধুত্বের প্রস্তাব। বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা। আর তা থেকেই ঘনিষ্ঠতা। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ফাঁদে পেকে চিকিৎসক মহিলাকে ধর্ষণের অভিযোগ। তথ্য প্রযুক্তি সংস্থার কর্মরত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, লেকটাউনের এক চিকিৎসক মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্ত আইটি কর্মীর। সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব গভীর হলে দু’জনের মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হয়। এরপরই ওই যুবক মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
লেকটাউন থানায় অভিযোগ জানান ওই চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। যুবককেও জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর থানার পুলিশ। এখনও পর্যন্ত তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নির্যাতিতার বক্তব্য, “আমার সঙ্গে ফেসবুকেই পরিচয় হয়। প্রথমে বেশ কয়েকদিন কথা বলার পর প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমরা দেখাও করি। কয়েকদিন দেখা করার পর আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। তারপর থেকে আর হঠাই কথা বলা বন্ধ করে দেয়। আমার ফোন ধরাও বন্ধ করে দেয়।”