AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, কী লিখলেন?

Suvendu Adhikari: গতকাল চাকরিহারা শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই অভিযান আটকাতে তৎপর ছিল পুলিশ। রেলমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, "গতকাল, ৩০ মে কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদা স্টেশনে প্রবেশ করে। সাধারণ যাত্রীদের হেনস্থা করে। জোর করে তাঁদের পরিচয়পত্র দেখতে চায়।

Suvendu Adhikari: কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, কী লিখলেন?
রেলমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু অধিকারী?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2025 | 6:45 PM
Share

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে কলকাতা পুলিশের বিরুদ্ধে এবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে শিয়ালদা স্টেশনে ঢুকে যাত্রীদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। শিয়ালদা ডিভিশনের ডিআরএম কোনও পদক্ষেপ করছেন না বলে তাঁর অভিযোগ। রেলস্টেশনে কলকাতা পুলিশের এভাবে বেআইনিভাবে প্রবেশের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আবেদন জানালেন শুভেন্দু।

গতকাল চাকরিহারা শিক্ষকরা অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এই অভিযান আটকাতে তৎপর ছিল পুলিশ। রেলমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, “গতকাল, ৩০ মে কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদা স্টেশনে প্রবেশ করে। সাধারণ যাত্রীদের হেনস্থা করে। জোর করে তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। যেসব শিক্ষক আন্দোলন করছিলেন না, শুধুমাত্র স্টেশনে ট্রেন ধরতে দাঁড়িয়েছিলেন, তাঁদেরও জোরপূর্বক আটক করে।”

এরপরই তিনি লেখেন, চাকরিহারা শিক্ষকরা শান্তিপূর্ণ নবান্ন অভিযান করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁদের উপর বলপ্রয়োগ করা হয়। অপরাধীর মতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। রেলচত্বরে এভাবে পুলিশের প্রবেশ ও চাকরিহারাদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া রেলের আইনের পরিপন্থী বলে ৩ পাতার চিঠিতে লিখেছেন শুভেন্দু।

চিঠিতে তিনি আরও জানিয়েছেন, এই প্রথম নয়। এর আগেও ২০২২ সালে (বিজেপির নবান্ন অভিযানের সময়) বাংলার বিভিন্ন স্টেশনে এই ছবি দেখা গিয়েছে। আবার পরে টেট প্রার্থীদের আন্দোলনের সময়ও বিভিন্ন মেট্রো স্টেশনে এই ছবি দেখা গিয়েছে।

গতকাল বিকেলে ৬ বিধায়ককে নিয়ে শিয়ালদা ডিভিশনের ডিআরএমের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। কিন্তু, ডিআরএমের বক্তব্য সন্তোষজনক নয় বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। এভাবে অবৈধভাবে রেলচত্বরে কলকাতা পুলিশের প্রবেশ নিয়ে তদন্তের নির্দেশ দিতে রেলমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। একইসঙ্গে নির্দিষ্ট অনুমোদন ছাড়া কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ যাতে কোনও রেলস্টেশনে প্রবেশ করতে না পরে, তা নিশ্চিত করার আবেদন জানান।

পরে নিজের এক্স হ্যান্ডলে রেলমন্ত্রীকে লেখা চিঠি পোস্ট করেছেন শুভেন্দু। আর সেই পোস্টে একটি ২ মিনিটের ভিডিয়োও রয়েছে। যেখানে বেশ কয়েকজনকে রেলস্টেশনে বাইরে আনতে দেখা গিয়েছে পুলিশকে।