Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: তলে তলে বিজেপির সঙ্গে যোগ? রাতারাতি বারাসতে বদলে গেল বাম প্রার্থী, বরাহনগরে তন্ময়

CPIM: বারাসতে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের নাম ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওই আসনে প্রবীরের পরিবর্তে প্রার্থী হতে চলেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

CPIM: তলে তলে বিজেপির সঙ্গে যোগ? রাতারাতি বারাসতে বদলে গেল বাম প্রার্থী, বরাহনগরে তন্ময়
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 7:54 PM

কলকাতা: বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী বদল করতে চলেছে বামফ্রন্ট। জল্পনা আগেই শোনা গিয়েছিল। অবশেষে জল্পনাতেই সিলমোহর পড়ল। সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষের নাম ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওই আসনে প্রবীরের পরিবর্তে প্রার্থী হতে চলেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। আচমকা বামেদের প্রার্থী বদল হতেই তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আগের প্রার্থী প্রবীর ঘোষের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে চর্চা রয়েছে। সে কারণেই কী প্রার্থী বদলের সিদ্ধান্ত বামেদের। প্রশ্ন রয়েই যাচ্ছে। 

এদিকে বামফ্রন্ট শরিকদের মধ্যে একমাত্র আরএসপি অতীতের মতোই তিন আসনে লড়ছে। বাকি দুই শরিক ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই দুটি করে আসনে লড়াই করছে। অন্য বার এই দুই শরিক দল তিনটি করে আসনে লড়াই করে। সবথেকে বেশি আসনে লড়ছে সিপিআইএম। বামেরা এখনও পর্যন্ত ৩০ আসনে লড়ছে। ১২ আসনে সমর্থন করছে কংগ্রেসকে। কিন্তু, তারপরেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও জট আছে। যেমন কোচবিহার, ওখানে ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের প্রার্থী আছে। সেখানে বামেরা সমর্থন করবে ফরওয়ার্ড ব্লককে। পুরুলিয়াতেও ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে। কিন্তু, এখানে আবার কংগ্রেসকে সমর্থন করছে বামেরা। 

অন্যদিকে লোকসভা ভোটের সঙ্গেই এবার বাংলায় দুই বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন। বরাহনগর বামেদের তরফে প্রার্থী হচ্ছে তন্ময় ভট্টাচার্য। আগে তিনি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এদিকে বরাহনগর থেকে আবার তৃণমূলের টিকিটে লড়ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে লড়ছেন সজল ঘোষ।