RG Kar Case: তিলোত্তমা-কাণ্ডে নয়া মোড়, চিঠি গেল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 28, 2025 | 6:27 AM

RG Kar Case: আরজি কর কাণ্ডে অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এরপরই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

RG Kar Case: তিলোত্তমা-কাণ্ডে নয়া মোড়, চিঠি গেল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রায় ঘোষণা হওয়ার পরই একের পর এক নয়া মোড় আরজি কর মামলায়। এবার তিলোত্তমা- কাণ্ডে পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে পাঠানো হল চিঠি। শিয়ালদহ আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠিয়েছেন আইনজীবী ও সমাজকর্মীদের একাংশ।

নিম্ন আদালতের রায়ে কলকাতা পুলিশের ভূমিকা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। পরে সিবিআই-এর হাতে তদন্তভার গেলেও, অভিযোগ উঠছে, কলকাতা পুলিশের তদন্তের বাইরে সিবিআই আর তদন্ত এগোয়নি। তিলোত্তমার পরিবারও এই অভিযোগ করেছে। নিম্ন আদালতের বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই প্রশ্ন। সে কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

শিয়ালদহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে, আপাতত সঞ্জয়ের ফাঁসি চায় না তারা। তবে এত কিছুর পরও অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে। সেগুলির উত্তরের দাবি জানিয়েই প্রধান বিচারপতিকে ওই চিঠি দেওয়া হয়েছে। আইনজীবীদের একাংশ চাইছে, আবার নতুন করে হোক তদন্ত।

কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার করা হল? কেন সেমিনার কক্ষ চত্বর ভেঙে ফেলা হল? এ সব প্রশ্নের কোন‌ও সদুত্তর মেলেনি। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ায় কথা বললেও এখন‌ও পর্যন্ত তা দেওয়া হয়নি বলেও অভিযোগ জানানো হয়েছে চিঠিতে। জানানো হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা বলেও নিষ্ক্রিয় থেকেছে সিবিআই।