Madan Mitra: ‘তৃণমূল কি ময়লা? মদন বললেন, ‘ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক…’

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 29, 2025 | 1:40 PM

Madan Mitra: তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বয়স বাড়লে সক্রিয়তা কমে। তারপর থেকে তৃণমূলের একের পর এক নেতাকে এই নিয়ে হাবেভাবে মতামত  দিতে দেখা গিয়েছে। তবে সাংবাদিকদের সামনে নবীন-প্রবীণ ইস্যু নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

Madan Mitra: তৃণমূল কি ময়লা? মদন বললেন, ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক...
মদন মিত্র
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: “মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই প্রবীণদের সম্মান দিয়েছেন” থেকে শুরু করে “২২ ক্যারেটে গয়না হয়। ২৪ ক্যারেটে গয়না হয় না…।” তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর আর্জি, রদবদলের সময় যেন যোগ্যরা জায়গা পায়।

তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। একসময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বয়স বাড়লে সক্রিয়তা কমে। তারপর থেকে তৃণমূলের একের পর এক নেতাকে এই নিয়ে হাবেভাবে মতামত  দিতে দেখা গিয়েছে। তবে সাংবাদিকদের সামনে নবীন-প্রবীণ ইস্যু নিয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

আজ তৃণমূল বিধায়ক মদন মিত্র  বলেন, “আমি চাইব সুন্দর পুনর্গঠন। যোগ্যরা জায়গা পাক। ময়লা ছাড়া ঝকঝকে তৃণমূল কংগ্রেস হোক। যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে কি দলে অনেক ‘ময়লা’ রয়েছে? এই নিয়ে যদিও মুখ খোলেননি তৃণমূল নেতা। এ দিন মদন মিত্র বলেন, “পুরো সোনায় গয়না হয় না। ২২ ক্যারেটে গয়না হয়। ২৪ ক্যারেটে গয়না হয় না। খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিলে মারামারি লেগে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় প্রবীণদের সম্মান দিয়েছেন। উই ওয়ান্ট এ ক্লিন ঝকঝকে কর্পোরেট তৃণমূল।”