AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik 2022: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, স্পর্শকাতর এলাকাগুলির জন্য বিশেষ কী ব্যবস্থা?

Madhyamik 2022: প্রত্যেক পরীক্ষাকেন্দ্রগুলিতে যথাযথ করোনা বিধি মানা হয়েছে। স্যানিটাইজেশন করে, মাস্ক পরেই বসতে হবে পরীক্ষায়। পরীক্ষা হবে বেলা ১১.৪৫ মিনিট থেকে, চলবে ৩ টে পর্যন্ত।

Madhyamik 2022: আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক, স্পর্শকাতর এলাকাগুলির জন্য বিশেষ কী ব্যবস্থা?
মাধ্যমিক পরীক্ষার্থী (ফাইল চিত্র)
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 11:22 AM
Share

কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ তারিখ পর্যন্ত। ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে বছর অর্ধেক অফলাইনে হয়। ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষাই হয়নি। বিনা পরীক্ষায় পাশ করে যায় সব ছাত্রছাত্রীই। এবার সমস্ত নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে অফলাইনে। এবছর এক লাফে ৫০ হাজার বেড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী ১১.২৭ লক্ষ। ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা এবারও বেশি।

পর্ষদের তরফ থেকেও করা হয়েছে কড়া পদক্ষেপ। রাজ্যের একাধিক এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে আজ। মূলত মাধ্যমিক সেন্টারগুলির আশেপাশের এলাকাগুলিতে জ্যামার লাগিয়ে দেওয়া হবে। তাতে যতক্ষণ পরীক্ষা চলবে, ততক্ষণ বন্ধ থাকবে নেট পরিষেবা।

প্রত্যেক পরীক্ষাকেন্দ্রগুলিতে যথাযথ করোনা বিধি মানা হয়েছে। স্যানিটাইজেশন করে, মাস্ক পরেই বসতে হবে পরীক্ষায়। পরীক্ষা হবে বেলা ১১.৪৫ মিনিট থেকে, চলবে ৩ টে পর্যন্ত। মাধ্যমিকে নকল রুখতে রাজ্যের বিভিন্ন এলাকায় সোমবার থেকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৭, ৮,৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ নেট পরিষেবা বন্ধ থাকবে। জেলা ভিত্তিক বিভিন্ন ব্লকে নেট পরিষেবা বন্ধ থাকবে। যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত।

পর্ষদের তরফ থেকে স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম ও দার্জিলিঙের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকাগুলিতে বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবা। কোন কোন দিন নেট বন্ধ থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেটাও জানিয়ে দিয়েছে পর্ষদ।

সোমবার সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া সতর্কতা। মূলত কোভিড বিধিকে মাথায় রেখেই কীভাবে গোটা প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েই বিশেষ নজর দিচ্ছেন স্কুলে

র শিক্ষক-শিক্ষিকারা।

পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Madhyamik 2022: ‘মাধ্যমিকের প্রশ্নপত্র তো ডিপার্টমেন্ট থেকেই ফাঁস হয়’, ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন: Crime News: বিধবা মহিলা একাই থাকতেন! ভরসন্ধ্যায় ঘর অন্ধকার, গেট খোলা… উঁকি দিতেই চোখ কপালে উঠল পড়শিদের