AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam 2024: বাংলার পর এবার ইংরাজি, মাধ্যমিক শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রশ্ন

Madhyamik Exam 2024: এ দিন, পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। তবে গতকাল লিক হওয়া প্রশ্নপত্রে কিউ আর কোড দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এ দিন দেখা গেল, সেই কিউ আর কোডগুলি লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে এরপরও যে অভিযুক্ত পরীক্ষার্থীরা রেহাই পাবে না সে কথা জানিয়েছে পর্ষদ।

Madhyamik Exam 2024: বাংলার পর এবার ইংরাজি, মাধ্যমিক শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রশ্ন
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মাধ্যমিকের ইংরাজি প্রশ্নImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 4:24 PM
Share

কলকাতা: কোনও ভাবেই যেন আটকানো যাচ্ছে না মাধ্যমিকের প্রশ্ন বাইরে বেরিয়ে যাওয়া। শুক্রবারের পর শনিবার ফের পরীক্ষা শুরুর পর সামাজিক মাধ্যেমে ঘোরাঘুরি করতে দেখা গেল ইংরেজির প্রশ্ন পত্র। কিউ আর (QR) কোডে লাল রঙ লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইংরাজির প্রশ্ন। পর্ষদ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পর্ষদ।

এ দিন, পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। তবে গতকাল লিক হওয়া প্রশ্নপত্রে কিউ আর কোড দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এ দিন দেখা গেল, সেই কিউ আর কোডগুলি লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে এরপরও যে অভিযুক্ত পরীক্ষার্থীরা রেহাই পাবে না সে কথা জানিয়েছে পর্ষদ। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজন পরিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পর্ষদ।

বস্তুত, মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার একাধিক সতর্কতা নিয়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল সিসিটিভি। তারপরও হলের ভিতরে ঢুকে কীভাবে পরীক্ষার্থীদের একাংশ বারে বারে প্রশ্নপত্রর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।