Madhyamik Exam: হোয়াটসঅ্যাপে ‘ফাঁস’ মাধ্যমিকের প্রশ্নপত্র! ২ পরীক্ষার্থীকে খুঁজে বের করল পর্ষদ

Madhyamik Exam question paper: আজ শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়। তার কিছক্ষুণ পরই কারও কারও মোবাইলে পৌঁছে যায় প্রথম ভাষার প্রশ্নপত্র।

Madhyamik Exam: হোয়াটসঅ্যাপে 'ফাঁস' মাধ্যমিকের প্রশ্নপত্র! ২ পরীক্ষার্থীকে খুঁজে বের করল পর্ষদ
আসল ও ভাইরাল হওয়া প্রশ্নপত্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 8:50 PM

কলকাতা: প্রথম দিনেই ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্র! পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের মোবাইলে পৌঁছে গেল প্রথম ভাষা তথা বাংলার প্রশ্নপত্র। মধ্যশিক্ষা পর্ষদের কাছে খবর যেতেই তৎপর হয় পর্ষদ। দ্রুত খোঁজ চলে। পরীক্ষা শেষ হওয়ার আগেই অভিযুক্তদের খুঁজে বের করা হয়েছে বলে পর্ষদ সূত্রের খবর। কাদের মাধ্যমে ওই প্রশ্ন সামনে এসেছে, তা খতিয়ে দেখতে গিয়ে ২ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাঁদের পরীক্ষা বাতিল হতে পারে, এমন চিন্তাভাবনাও করছেন পর্ষদের আধিকারিকরা।

পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গিয়েছে, আসল প্রশ্নপত্র ও ভাইরাল প্রশ্নপত্রের ছবি হুবহু একই। জানা গিয়েছে, ওই প্রশ্নপত্রে ছিল কিউ আর কোড। সেই কোড দেখেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে যে ছবি ভাইরাল হয়েছে, সেটি প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার ছবি। সেখানে ১.১৩ থেকে শুরু করে ২.১.২ পর্যন্ত প্রশ্নগুলি দেখা যাচ্ছে। পরীক্ষা চলাকালীন এই প্রশ্নগুলি খতিয়ে দেখে পর্ষদ। আর পরীক্ষা শেষে পরীক্ষার্থীরাই স্বীকার করে নেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রে যে সব প্রশ্ন ছিল, সেগুলিই এসেছিল পরীক্ষায়।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার একাধিক সতর্কতা নিয়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভিও। তার মধ্যেই কীভাবে এই প্রশ্নপত্র বাইরে এল, তা বুঝতে পারছেন না বোর্ডের আধিকারিকরাও। উল্লেখ্য, প্রশ্নপত্রে কিউ আর কোডের ব্যবহার এবারই প্রথম করা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পৃথক পৃথক কোড রয়েছে। প্রত্যেক প্রশ্নের পাশে রাখা সে সব কোড। ফলে পরীক্ষার্থী চিহ্নিত করা সহজ হয়েছে পর্ষদের জন্য।