AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মানিকতলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন

ঘন জনবসতি এলাকা হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

মানিকতলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন
অনবরত বের হচ্ছে কালো ধোঁয়া।
| Updated on: Jan 13, 2021 | 3:36 PM
Share

কলকাতা: মানিকতলায় ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন। অনর্গল বের হচ্ছে ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। ঘন জনবসতি এলাকা হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: অ্যালকেমিস্ট কর্তা কেডি সিং গ্রেফতার

বটতলা থানা এলাকার সাহিত্য পরিষদের ঠিক উল্টোদিকের গলিতে একটি ব্যাটারি তৈরির কারখানায় এদিন দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। তিনতলা কারখানার দ্বিতলে প্রথমে আগুন লাগে। হাওয়ার জেরে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে তিনতলায়। স্থানীয়রাই প্রথম দেখেন কারখানা থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

আরও পড়ুন: জেলা সভাপতি পদ থেকে অপসারিত শিশির, ‘কোনও প্রতিক্রিয়া নেই’ বর্ষীয়ান নেতার

যেহেতু ব্যাটারি তৈরির কারখানা প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত রয়েছে। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। প্রথমে দমকলের ৪-৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুন বাড়তে থাকায় বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যাও বাড়তে থাকে। দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।