Mamata Abhishek Meeting: পাখির চোখ ছাব্বিশ! সংগঠনকে পোক্ত করতে মেগা বৈঠকের আগেই কালীঘাটে একান্ত আলোচনায় মমতা-অভিষেক
Mamata Abhishek Meeting: সূত্রের খবর, রবিবার বিকালে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তাই ভোটের রণকৌশল তৈরির সঠিক সময় এটাই। আগামী ২৭ ফেব্রুয়ারি সেই সূত্র ধরেই নেতাজি ইন্ডোরে আয়োজন হতে চলেছে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক। সেখানে বক্তব্য রাখবেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তৃণমূলের সেই মেগা বৈঠকের আগেই একান্ত আলোচনায় বসলেন মমতা-অভিষেক। সূত্রের খবর, রবিবার বিকালে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বিষয়ে হল আলোচনা?
পাখির চোখ এখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তাই তৃণমূলের অন্দরে স্বাভাবিকভাবেই বেড়েছে উত্তেজনা। গত দশ বছর ধরে সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে বঙ্গের বুকে নিজেদের দূর্গ বানিয়েছেন মমতা। সেই দূর্গকেই অটুট রাখতে ফের একবার ভোটের আগেই ময়দানে নেমে পড়লেন তিনি।
২৭ তারিখ রয়েছে সাংগঠনিক বৈঠক। তাই তার আগেই দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনকে আরও পোক্ত করা নিয়ে এক প্রস্থ আলোচনা সেরে ফেললেন তিনি।
উল্লেখ্য, বিধানসভা ভোটকে মাথায় রেখেই দলের মধ্য়ে লেগে গিয়েছে রদবদলের হাওয়া। ইতিমধ্যেই রদবদল হতে দেখা গিয়েছে অধ্য়াপক, শিক্ষক সংগঠনগুলিতে। সাম্প্রতিককালে আরজি কর-কাণ্ডকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে নানা ভাবে ব্যাকফুটে ফেলেছিল বিরোধীরা। এই বিষয়টিকে যাতে ভোটে আবার তারা হাতিয়ার না করতে পারে সেই জন্য়ও আগাম সতর্ক হয়েছে তৃণমূল। সূত্রের খবর, পোক্ত করা হচ্ছে চিকিৎসক সংগঠনগুলিকেও।
সূত্রের খবর, আসন্ন নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৫০টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল। যে ভাবে একাধিক রাজ্য়ে তলে তলে অপারেশন চালিয়ে পদ্ম ফোটাচ্ছে সংঘ। সেই বিষয়টিকে মাথায় রেখেই সংগঠনে যে আরও জোর দিতে হবে, তা ভাল মতোই টের পাচ্ছে শাসক শিবির। তাই বেড়েছে বৈঠক, তৈরি হচ্ছে ভোটের রণকৌশল। আর সেই সূত্র ধরেই রবিবার বিকালে একান্ত আলোচনা সেরে ফেললেন মমতা-অভিষেক।
প্রসঙ্গত, দলের মধ্যে তৈরি হওয়া আদি-নব্য দ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্বেও রাশ টানতে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি, দলের অন্দরের এই টানাপোড়েন নিয়ে বিধানসভায় একটি পরিষদীয় বৈঠকও ডেকেছিলেন তিনি।





