Mamata on SC Verdict: যিনি প্রথম ভার্ডিক্ট দিয়েছিলেন…. ওঁর নামটা আমি সত্যিই জানি না, জেনে নেব: মমতা
Mamata on SC Verdict: রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা প্রথম শুরু হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেই শুনানি চলেছিল। তাঁর নির্দেশেই প্রথম চাকরি বাতিল হয়। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বাতিল হয় চাকরি।

কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। সেই রায় মেনে নিলেও মানবিকভাবে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গে এদিন তিনি বারবার বিজেপি ও সিপিএম-কে নিশানা করেছেন। তাঁর দাবি, এ ক্ষেত্রেও কোনও চক্রান্ত হয়ে থাকতে পারে, বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত। এই প্রসঙ্গেই নাম না করে সাংসদকে নিশানা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “হাইকোর্টে প্রথম এই ভার্ডিক্ট যিনি দিয়েছিলেন, তিনি বিজেপির এমপি হয়েছেন। আমি নামটা জানি না ঠিক, পরে জেনে নেব। আমি কাউকে অ্যাটাক করার জন্য জানি না। আমি সত্যিই নাম জানি না। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে।”
উল্লেখ্য, রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা প্রথম শুরু হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি পদে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেই শুনানি চলেছিল। তাঁর নির্দেশেই প্রথম চাকরি বাতিল হয়। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বাতিল হয় চাকরি। পরে ডিভিশন বেঞ্চে গেলেও সেই রায় বহাল থাকে। এরপর সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলে। আজ, বৃহস্পতিবার সেই একই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি সাংসদ।
এই প্রসঙ্গে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “ধরা পড়ে গিয়েছেন, তাই এসব বলছেন উনি। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে।”





