Mamata Banerjee: লন্ডন যাচ্ছেন, কে কোন দায়িত্ব সামলাবেন, প্রশাসন-মন্ত্রীদের নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন মমতা
Mamata Banerjee: নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকেই জানিয়ে দেন, রাজ্যের প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছেন। আধিকারিকদের মধ্যে রয়েছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও মনোজ ভর্মা।

কলকাতা: লন্ডন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাচ্ছেন, আগামী ২২ মার্চ, ফিরবেন আগামী ২৯ মার্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও। এজন্য এই আটদিন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের করতে প্রশাসন এবং মন্ত্রীদের জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়ে গেলেন কার কী দায়িত্ব। কোনও বিশেষ পরিস্থিতি তৈরি হলে, কে কোন দায়িত্ব পালন করবেন, তা বুঝিয়ে দিলেন।
মুখ্যমন্ত্রী জানান, তিনি শেষ বিদেশে গিয়েছিলেন ২০২৩ সালে। এই সফরটাও খুবই ছোট। গোটা সফরসূচি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাতায়াতে ২টো দিন পুরোপুরি লাগবে। একদিন রবিবার আছে। চারদিন মাত্র প্রোগ্রাম। চারদিনের মধ্যে আমাদের ইন্ডিয়া অ্যাম্বাসির অনুষ্ঠান রয়েছে, বিজনেস মিটিং রয়েছে, ২৪ তারিখ ইন্ডিয়া হাই কমিশনে অনুষ্ঠান রয়েছে। ২৫ তারিখ বিজিবিএসের অনুষ্ঠান, ২৬ তারিখ জিটুজি-র অনুষ্ঠান, ২৭ তারিখে অক্সফোর্ডে অনুষ্ঠান রয়েছে। ২৮ তারিখ ফেরত আসব।”
নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখান থেকেই জানিয়ে দেন, রাজ্যের প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছেন। আধিকারিকদের মধ্যে রয়েছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, পুলিশকর্তাদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও মনোজ ভর্মা।
মুখ্য়মন্ত্রী বলেন, “আমরা এখানকার অফিসারদের সঙ্গে সবসময়েই যোগাযোগ রাখি। আমার সঙ্গে চিফ সেক্রেটারি যাচ্ছেন, আমাদের ফোন সবসময়ই খোলা থাকবে। যে কোনও সময়েই যোগাযোগ করা যাবে। তবে আমি কয়েকজন অফিসারকে নিয়ে একটা স্পেশ্যাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি। তাঁরাই আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, যদি কোনও প্রয়োজন হয়। তাঁরা প্রত্যেকদিন মনিটারিং করবে। জেলা-ব্লকগুলোকে দেখে রাখবে।”
একইভাবে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম- এই পাঁচজন মন্ত্রীকে নিয়ে মন্ত্রীদের জন্য একটি টাক্স ফোর্স গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “মন্ত্রীদের ক্ষেত্রেও, আমাদের অনুপস্থিতিতে চার-পাঁচ জন মন্ত্রী নবান্নে বসবেন। তাঁরা এই অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে কথা বলবেন, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফর বিশেষভাবে অর্থবহ। গত মাসেই রাজ্যের বাণিজ্য সম্মেলন হয়েছে। সেদিক থেকে ভাবতে গেলে মুখ্যমন্ত্রী বিদেশ সফর রাজ্যের পক্ষে ইতিবাচক হতে পারে।





