Mamata Banerjee: গঙ্গাসাগরে অপেক্ষায় মমতা, ৯৫ মৎস্যজীবীকে এদিনই ভারতের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের কোস্ট গার্ড

Mamata Banerjee: গত অক্টোবর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল মৎসজীবীদের। আটক করা হয়েছিল তাঁদের ট্রলারও। দীর্ঘ সময় কেটে গেলেও আর ঘরে ফেরা সম্ভব হয়নি।

Mamata Banerjee: গঙ্গাসাগরে অপেক্ষায় মমতা, ৯৫ মৎস্যজীবীকে এদিনই ভারতের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের কোস্ট গার্ড
ফিরছেন মৎসজীবীরা Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 4:29 PM

কলকাতা: এদিন বাংলাদেশে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে তুলে দেবে বাংলাদেশ কোস্ট গার্ড। মাঝ বঙ্গোপসাগরে এদিন এই হস্তান্তর করা হবে। সাগরে আসার পরে অভ‍্যর্থনার দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্কিম হাজরা এবং মন্টুরাম পাখিরাকে। সেখান থেকে তাঁদের সকলকে নিরাপদ ঘেরাটোপে রাখা হবে বলে জানা যাচ্ছে। 

৬ জানুয়ারি মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর পৌঁছলে তাঁদের অভ্যর্থনা জানাবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ১০ হাজার করে টাকা এবং শাল উপহার দেওয়া হবে তাঁদের। ৯৫ জনকে ফেরত আনতে রাজ‍্য সরকারের প্রচেষ্টাকে তুলে ধরতে চলেছেন মুখ্যমন্ত্রী। সে কারণেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে খবর। 

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার হয়েছিল মৎসজীবীদের। আটক করা হয়েছিল তাঁদের ট্রলারও। দীর্ঘ সময় কেটে গেলেও আর ঘরে ফেরা সম্ভব হয়নি। এরইমধ্যে হাসিনা বিদায় ও চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির মতো সঙ্কটজনক পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। ফলে কীভাবে ঘরে ফিরবেন মৎসজীবীরা তা নিয়ে চিন্তা বাড়তে থাকে পরিবারের। প্রশাসনের কাছেও দরবার করে। অবশেষে ঘরে ফিরছে ঘরের মানুষ। খুশির হাওয়া পরিবারে। তবে রবিবার ট্রলার নিয়েই দেশে ফিরছেন তাঁরা। অন্যদিকে ভারতী মৎসজীবীদের দেশে ফেরানোর পাশাপাশি ৭৮ জন বাংলাদেশি মৎসজীবীকেও ফেরানো হচ্ছে তাঁদের দেশে।