Mamata Banerjee: ‘রুজিরা তো এখানে আসে, ওঁ রোজ গ্রন্থসাহিব পড়ে’, বললেন মমতা

Mamata Banerjee: পঞ্জাবিদের সঙ্গে নিজের পরিবারের যোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। জানালেন, পঞ্জাবি ভাষা তিনি বেশ ভালই বোঝেন। বললেন, 'আমাদের বাড়িতে পঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে। এক তো আছে অভিষেকের বউ রুজিরা। ওঁ আসে এখানে লঙ্গরে। ওঁর সন্তানও আসে। ওঁ তো রোজ গ্রন্থসাহিবও পড়ে।

Mamata Banerjee: 'রুজিরা তো এখানে আসে, ওঁ রোজ গ্রন্থসাহিব পড়ে', বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 17, 2024 | 8:44 PM

কলকাতা: গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বুধবার শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পঞ্জাবিদের সঙ্গে নিজের পরিবারের যোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল অভিষেক-জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। জানালেন, পঞ্জাবি ভাষা তিনি বেশ ভালই বোঝেন। বললেন, ‘আমাদের বাড়িতে পঞ্জাবি পরিবারে বিয়ে হয়েছে। এক তো আছে অভিষেকের বউ রুজিরা। ওঁ আসে এখানে লঙ্গরে। ওঁর সন্তানও আসে। ওঁ তো রোজ গ্রন্থসাহিবও পড়ে।’ এরপর মুখ্যমন্ত্রী আরও বললেন, সম্প্রতি তাঁর পরিবারের আরও একটি বিয়ে হয়েছে এবং সেটিও এক পঞ্জাবি পরিবারে। তিনি বলেন, ‘পরিবারের আরও একটা বিয়ে হয়েছে সম্প্রতি, সেটাও এক পঞ্জাবি মেয়ের সঙ্গে হয়েছে। আমি খুব খুশি যে আপনাদের পরিবার আমারই পরিবার হয়ে গিয়েছে।’

এদিন বিকেলে  গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে শিখ সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে একাত্ম হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পঞ্জাবিদের ভীষণ পছন্দ করেন, সে কথাও জানালেন মমতা। খোশমেজাজে বক্তব্য রাখার সময় নিজেই বললেন, আজ সেখান থেকে হালুয়া খেয়েই ফিরবেন তিনি। এমনকী ভবিষ্যতে কোনও একদিন সকলের সঙ্গে বসে লঙ্গর করারও ইচ্ছাপ্রকাশ করেন তিনি। জানালেন, কোমরে চোটের কারণে তাঁর মাটিতে বসতে পারবেন না। তবে সকলের অনুমতি নিয়ে তিনি চেয়ারে বসে লঙ্গরে অংশ নিতে চান, সে কথাও বললেন মমতা।

বুধবারের ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘জো বোলে সো নিহাল’ও শোনা গেল। মুখ্যমন্ত্রী বললেন,  ‘আমি একদিন আপনাদের সঙ্গে বসে লঙ্গর করব। কিন্তু আমি নীচে বসতে পারব না। আপনাদের অনুমতি থাকলে, চেয়ারে বসে লঙ্গড় করব। কখনও না কখনও তো সুযোগ আসবে।’