Mamata Banerjee: সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা, কপ্টারে যাবেন হিংসা কবলিত সামসেরগঞ্জে
Mamata Banerjee: এই ঘটনায় সামসেরগঞ্জ থানার দুই অফিসারকে সাসপেন্ড করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী সফরের আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। সাব ইন্সপেক্টর জালালুদ্দিন আহমেদকেও সাসপেন্ড করা হয়েছে।

কলকাতা: সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে সাংগঠনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। কপ্টারে যাবেন সামসেরগঞ্জে। কথা বলবেন হিংসা কবলিতদের সঙ্গে। ওই দিনই ধূলিয়ানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
এতদিন পেরিয়ে যাওয়ার পর কেন মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখাবেন, এখানে কোনও কিছু হয়নি। সবাই আমার কাছে এসেছে। নিহতদের শ্রাদ্ধ করার জন্য পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমার দলের মুসলিম নেতাকে আমি পাঠিয়েছি। তিনি ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছেন। বিনা পুরোহিতে শ্রাদ্ধ হয়েছে।”
এদিকে, এই ঘটনায় সামসেরগঞ্জ থানার দুই অফিসারকে সাসপেন্ড করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী সফরের আগেই ওসি শিবপ্রসাদ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। সাব ইন্সপেক্টর জালালুদ্দিন আহমেদকেও সাসপেন্ড করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁদের।
মুর্শিদাবাদের অশান্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে কড়া রিপোর্ট জমা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তিনি। তাঁর রিপোর্টে উল্লেখ রয়েছে, পূর্ব পরিকল্পিত হামলা, ব্যর্থ পুলিশ প্রশাসন। এলাকায় স্থায়ী ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও দাবি জানিয়েছেন তিনি।

