KMC Election 2021: ‘আমাকে না জানিয়ে বেশ কিছু কনস্ট্রাকশন করে দিয়েছ’, প্রকাশ্যে ববিকে বার্তা মমতার

KMC Election 2021: তাঁকে না জানিয়ে স্থানীয়ভাবে অনেক কনস্ট্রাকশন হচ্ছে। এমন অভিযোগ তুলে মমতা বার্তা দেন, এমনটা যেন আর না হয়।

KMC Election 2021: 'আমাকে না জানিয়ে বেশ কিছু কনস্ট্রাকশন করে দিয়েছ', প্রকাশ্যে ববিকে বার্তা মমতার
পুর ভোটের প্রচারে ববিকে বার্তা মমতার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 12:15 AM

কলকাতা : পুরভোটের প্রচারে দলীয় নেতাদের বারবার বার্তা দিচ্ছেন মমতা। এবার সরাসরি বিদায়ী পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে বার্তা দিলেন তিনি। বাঘাযতীনের জনসভা থেকে নাম ধরেই মমতা বললেন, ‘আমাকে না জানিয়ে তোমরা বেশ কিছু কনস্ট্রাকশন করে দিয়েছ। আর কিছু করবে না।’ শহরের সৌন্দর্যায়ন প্রসঙ্গে কথা বলার সময়ই এ দিন এমনটা বলেন মমতা। তাঁর দাবি তাঁকে না জানিয়ে স্থানীয়ভাবে অনেক নির্মাণ হচ্ছে।

কলকাতা পুরভোটের শেষবেলার প্রচারে এ দিন বাঘাযতীনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারসভায় মঞ্চ থেকেই এ দিন নেত্রী বার্তা দেন। তাঁর দাবি রাজারহাটের ইকো ট্য়ুরিজম পার্ককে আগামিদিনে ১ নম্বরে নিয়ে যাবেন তিনি। সে কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘ববিকে বলছি বেশি কনস্ট্রাকশন করবে না, একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে। আমাকে না জানিয়ে তোমরা বেশ কিছু কনস্ট্রাকশন করে দিয়েছ। আর কিছু করবে না।’

এ দিন বেহালার সভায় তিনি জানান, রাস্তায় চারপাশ দেখতে দেখতে যান তিনি। আর কোনও সমস্য দেখলেই ফোন করেন ববিকে। তিনি উল্লেখ করেন নিউ আলিপুর, তারাতলায় জল যখন জমেছিল, তখন তিনি ববিকে ফোন করে বলেছিলেন, কেন জল জমল? এ ভাবেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি বারবার ফোন করেন ববি হাকিমকে। মমতা বলেন, ‘কোন লাইটটা খারাপ, সেটা দেখে আমি ফোন করি। এটা আমার কাজ নয় এটা। তবু করি। আমি তাকিয়ে তাকিয়ে গেলে, আপনাদেরও তাকাতে হবে।’

মমতার দাবি, কলকাতা পুরসভায় যা কাজ হয়েছে, তা গোটা দেশে হয়নি। বাংলার কারও সার্টিফিকেটের দরকার নেই। এ দিন মমতা জানান, ২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে জলের লাইন। এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, জলের ওপর কর বসানোর জন্য চাপ দিয়েছিল কেন্দ্র। কিন্তু, তাতে রাজি হননি তিনি। তিনি জলকর নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন। বিশ্ব ব্যাঙ্ক থেকে টাকা না পাওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও উল্লেখ করেন মমতা। তাতেও রাজি হননি তিনি। বলেন, ‘দিল্লিতে টাকা দিয়ে জল কিনতে হয়। কিন্তু, এখানে জলের জন্য কোনও টাকা লাগে না। এখানে জল ফ্রি, রেশনও ফ্রি।’

এ দিন বাঘাযতীনের সভা থেকে মমতা উল্লেখ করেন, দক্ষিণ কলকাতার জন্য, একাধিক উন্নয়নের পরিকল্পনা রয়েছে তাঁর। একাধিক উড়ালপুল তৈরি করার কথা বলেছেন তিনি। তারাতলা থেকে টালিগঞ্জ ফাঁড়ি, আনোয়ার শাহ থেকে যাদবপুর ফাঁড়ি, গড়িয়া থেকে যাদবপুর, মাঝেরহাট থেকে টালিগঞ্জ, ইএম বাইপাস থেকে নিউটাউন, রুবি থেকে কালিকাপুর, সোনার পুর থেকে বানতলা, সোনারপুর থেকে চক্রবেড়িয়া পর্যন্ত উড়ালপুল তৈরি করার ভাবা হয়েছে বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি একাধিক সেতু নির্মাণের কথাও বলেছেন মমতা।

আরও পড়ুন : Asansol: নীল বাতি জ্বালানো গাড়ির ধাক্কায় রক্তাক্ত বাইক আরোহী, রণক্ষেত্র আসানসোল