AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘স্কচ’ অ্যাওয়ার্ড’ এবার লক্ষ্মীর ভাণ্ডারে, আপ্লুত মমতা

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, "মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।"

Mamata Banerjee: 'স্কচ' অ্যাওয়ার্ড' এবার লক্ষ্মীর ভাণ্ডারে, আপ্লুত মমতা
লক্ষ্মীর ভাণ্ডারকে বিশেষ পুরস্কার
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 10:31 AM
Share

কলকাতা: রাজ্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। এবার লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য স্কচ পুরস্কার (Skoch Award) পেল পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্লাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ও সমাজ কল্যাণ দফতরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই সুখবরের কথা জানিয়েছেন। সঙ্গে তিনি লিখেছেন, “মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।”

উল্লেখ্য, এর আগেও একাধিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকার এই স্কচ পুরস্কার পেয়েছে। চলতি মাসেই রাজ্যে উৎসশ্রী প্রকল্পকে স্কচ সিলভার পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ঐক্যশ্রী প্রকল্পের জন্য গোল্ড পুরস্কার পেয়েছে রাজ্য। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের জন্য রাজ্যের বন দফতরের ঝুলিতে গিয়েছে প্ল্যাটিনাম পুরস্কার। সব মিলিয়ে একের পর এক স্কচ পুরস্কার রাজ্য সরকারের ঝুলিতে। পশ্চিমবঙ্গ সরকারের জন্য যা স্বাভাবিকভাবেই বেশ গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট থেকেই তা স্পষ্ট।

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করে রাজ্য সরকার। তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। যাঁরা তফসিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত নন, তাঁদের জন্য মাসে ৫০০ টাকা করে অনুদান দেয় রাজ্য। রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ সারা ফেলে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে স্কচ পুরস্কারে ভূষিত করা হলষ