AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Industry in Bengal: ২৩ জেলায় শপিং মল, তৈরি হবে ‘বিশ্ব অঙ্গন’, পরপর বড় ঘোষণা মমতার

Industry in Bengal: রাজারহাট ও দিঘায় যেমন কনভেনশন সেন্টার রয়েছে, তেমনই একটি কনভেনশন সেন্টার এবার হবে শিলিগুড়িতে।

Industry in Bengal: ২৩ জেলায় শপিং মল, তৈরি হবে 'বিশ্ব অঙ্গন', পরপর বড় ঘোষণা মমতার
| Updated on: May 14, 2025 | 5:49 PM
Share

কলকাতা: রাজ্যে একাধিক শিল্প তৈরি হওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ঘোষণা করলেন বিপুল কর্মসংস্থানের কথাও। কলকাতা নয়, পুরুলিয়া, বর্ধমানের মতো জেলাগুলিতে বিপুল বিনিয়োগ হবে বলেও জানিয়েছেন মমতা।

কী কী ঘোষণা করলেন, দেখে নিন একনজরে: 

১. রঘুনাথপুরে জঙ্গলসুন্দরী কর্মনগরী তৈরি হয়েছে। তার অধীনে পানাগড় সহ বিভিন্ন শিল্প পার্কে ১০টি ইন্ডাস্ট্রিয়াল প্লট বরাদ্দ করা হচ্ছে। ২৫১৫ একর জায়গা দেওয়া হচ্ছে। ২৫,০০০ কোটির বেশি বিনিয়োগ আসবে। ৭০ হাজারের বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ পাবে। বেশিরভাগই স্টিল ইন্ডাস্ট্রি।

২. মোট ৪৩টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প। জেলায় জেলায় কর্মসংস্থান হবে।

৩. ২৩ জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১টি জায়গায় অনুমোদন দেওয়া হয়েছে। বাকিগুলির প্রসেস চলছে। জেলাগুলির মধ্যে রয়েছে- পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, জলপাইগুড়ি।

৪. হিডকোর তরফ থেকে দিঘাকে কনভেনশন সেন্টার করে দেওয়া হবে।

৫. রাজারহাট ও দিঘায় যেমন কনভেনশন সেন্টার রয়েছে, তেমনই একটি কনভেনশন সেন্টার এবার হবে শিলিগুড়িতে।

৬. হিডকোর সঙ্গে পিপিপি মডেলে নিউটাউনে প্রায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্য়ান্ড কালচারাল পার্ক (IITEC park) তৈরি হবে। এর নাম হবে ‘বিশ্ব অঙ্গন’।