Manoj Pant: সামনেই ৩০ এপ্রিল! যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ, বড় বৈঠকে মুখ্যসচিব
Manoj Pant: প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানে ১২-১৪ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন। ভিআইপি-দের সংখ্যা ২০০-২৫০। সে কারণেই ঢেলে সাজানো হচ্ছে গোটা চত্ত্বর। আরও আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতা: পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। তারপর থেকে চর্চার অন্ত নেই। এবার হাতে আর মাত্র ক’টা দিন। আগামী ৩০ এপ্রিল দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজো সাজো রব গোটা সৈকত নগরীতে। উদ্বোধনের আগে শনিবার জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরের অবস্থা, ওই দিনের সামগ্রিক ব্যবস্থা নিয়ে পর্যালোচনা হয় বলে জানা যাচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনী অনুষ্ঠানে ১২-১৪ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন। ভিআইপি-দের সংখ্যা ২০০-২৫০। সে কারণেই ঢেলে সাজানো হচ্ছে গোটা চত্ত্বর। আরও আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। জোর দেওয়া হচ্ছে সুষ্ঠভাবে ট্র্যাফিক পরিচালনার উপরেও। উদ্বোধনী অনুষ্ঠানের দিন যাতে যানজটের ঘেরাটোপে পড়ে সৈকত নগরীর নাভিশ্বাস না ওঠে সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ।
একইসঙ্গে থাকার জায়গা, মঞ্চ তৈরি, অনুষ্ঠানসূচির উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত দিঘার কোনও সরকারি গেস্ট হাউসে পর্যটক রাখা যাবে না। এই গেস্ট হাউসগুলির অধিকাংশই দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার অধীনে (ডিএসডিএ)। ওই সময় গেস্ট হাউসগুলি সরকারি অতিথিদের জন্য তৈরি রাখতে বলা হয়েছে।





