Local Train Cancel: তারকেশ্বর, শেওড়াফুলি সহ একাধিক লাইনের আপ-ডাউন ট্রেন বাতিল, দেখে নিন সম্পূর্ণ তালিকা
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর শাখায় তারকেশ্বর স্টেশনে ফ্রুটওভার ব্রিজ (FOB) এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে শনিবার রাতে ৩টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

হাওড়া: বাংলার বহু মানুষের কাছে লোকাল ট্রেন যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিনের যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনের কোনও বিকল্প নেই। এবার ফের লোকাল ট্রেন বাতিল হওয়ার খবর জানাল পূর্ব রেল। একটি নয়, আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল হওয়ার কথা জানানো হয়েছে।
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় একাধিক কাজের জন্য বন্ধ তিনদিনের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হয়েছিল। তার জেরে শনিবার, রবিবার ও সোমবার তিনদিনে মোট ১৮টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর শাখায় তারকেশ্বর স্টেশনে ফ্রুটওভার ব্রিজ (FOB) এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে উন্নয়নমূলক কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে শনিবার রাতে ৩টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার ১২টি এবং সোমবার ৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশন এলাকায় সাঁটানো হয়েছে।
বাতিল ট্রেনগুলির তালিকা
শনিবার ৩৭৪২৪ আরামবাগ -তারকেশ্বর লোকাল,৩৭৪২৩ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল বাতিল থাকছে।
রবিবার ৩৭৩৭৩ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪২১ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৭২ গোঘাট তারকেশ্বর লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল , ৩৭৪২২ আরামবাগ তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।
সোমবার ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।
