AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2025: কালীপুজোর দিন কমছে মেট্রো, তবে রাতে স্পেশ্যাল সার্ভিস

Kolkata Metro: ওইদিন ব্লু লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন—সব মেট্রো রুটেই রাতে বিশেষ সার্ভিস পাওয়া যাবে। তবে সাধারণ সময়ের তুলনায় ওইদিন দিনভর মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকছে। জেনে নিন পুরো টাইম টেবিল।

Kali Puja 2025: কালীপুজোর দিন কমছে মেট্রো, তবে রাতে স্পেশ্যাল সার্ভিস
প্রতীকী ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 18, 2025 | 12:45 AM
Share

কলকাতা: দুর্গাপুজোর মতো দীপাবলিতেও মিলবে স্পেশ্যাল সার্ভিস। বিবৃতি দিয়ে জানিয়ে দিল কলকাতা মেট্রো। কালীপুজোর রাতের দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে দর্শনার্থীদের যাতায়াতের যাতে সুবিধা হয় তা ভাবছে মেট্রো। সে কারণেই ওইদিন ব্লু লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন—সব মেট্রো রুটেই রাতে বিশেষ সার্ভিস পাওয়া যাবে। তবে সাধারণ সময়ের তুলনায় ওইদিন দিনভর মেট্রোর সংখ্যা কিছুটা কম থাকছে।

ব্লু লাইন

সাধারণত যেখানে ২৭২টি ট্রেন চলে সেখানে কালীপুজোর দিন ব্লু লাইনে মোট ১৪৪টি মেট্রো (৭২ আপ ও ৭২ ডাউন) চলবে।

প্রথম মেট্রো ছাড়বে:

সকাল ০৭:৫৪- নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৬:৫০ ছাড়ত)

সকাল ০৮:০০- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ০৬:৫৪ ছাড়ত)

সকাল ০৮:০০- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (আগে ০৬:৫৫ ছাড়ত)

সকাল ০৮:০০- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ০৬:৫৫ ছাড়ত)

শেষ মেট্রো ছাড়বে:

রাত ১০:৫১- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (আগে ২১:২৮)

রাত ১১:০০- শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ২১:৩৩)

গ্রিন লাইন

এই রুটে চলবে ১২৪টি মেট্রো (৬২ আপ ও ৬২ ডাউন)। সাধারণ দিনে ২২৬টি মেট্রো চলে।

প্রথম মেট্রো ছাড়বে:

সকাল ০৬:৩০- হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)

সকাল ০৬:৩২- সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (আগে ০৬:৩৯)

শেষ মেট্রো ছাড়বে:

রাত ৯:৪৫- হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)

রাত ৯:৪৭- সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (অপরিবর্তিত)

ইয়েলো লাইন

সাধারণ দিনে ১২০টি মেট্রো চললেও কালীপুজোর দিন এই লাইনে চলবে ৫২টি মেট্রো (২৬ আপ ও ২৬ ডাউন)।

প্রথম মেট্রো ছাড়বে:

সকাল ১০:০০- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমনবন্দর (আগে ০৭:৫৫)

সকাল ১০:২২- জয় হিন্দ বিমনবন্দর থেকে নোয়াপাড়া (আগে ০৮:০০)

শেষ মেট্রো ছাড়বে:

বিকেল ৫:৩৪- নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমনবন্দর (আগে ৮:০০)

বিকেল ৫:৫৪- জয় হিন্দ বিমনবন্দর থেকে নোয়াপাড়া (আগে ৮:০৫)

পার্পল লাইন

এই রুটে চলবে ৪৪টি মেট্রো (২২ আপ ও ২২ ডাউন), সাধারণত যেখানে ৮০টি মেট্রো চলে।

প্রথম মেট্রো ছাড়বে:

সকাল ১০:০০- জোকা থেকে মাঝেরহাট (আগে ০৬:৫০)

সকাল ১০:২৪- মাঝেরহাট থেকে জোকা (আগে ০৭:১৪)

শেষ মেট্রো ছাড়বে:

বিকেল ৫:২৮- জোকা থেকে মাঝেরহাট (আগে ৮:৩৬)

বিকেল ৫:৪৯- মাঝেরহাট থেকে জোকা (আগে ৮:৫৭)

অরেঞ্জ লাইন

এই রুটে চলবে ৪০টি মেট্রো (২০ আপ ও ২০ ডাউন), সাধারণত যেখানে ৬০টি মেট্রো চলে।

প্রথম মেট্রো ছাড়বে:

সকাল ০৯:৫৫- বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ০৮:০০)

সকাল ১০:০০- কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ০৮:০০)

শেষ মেট্রো ছাড়বে:

বিকেল ৫:৫৫- বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ৮:০৫)

বিকেল ৫:৫৫- কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ৮:০৫)