AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: ‘রাজ্যের অসহযোগিতায় চতুর্থ মেট্রো পরিষেবার উদ্বোধন আটকে গেল’, মোদী আসার আগেই চিংড়িহাটা নিয়ে আক্ষেপ মেট্রো কর্তার

Kolkata Metro: উদয়বাবু বলছেন, শুধু এই তিনটি প্রকল্প নয়, আরও ১৩ কিলোমিটার পরিষেবার উদ্বোধন হতে পারত প্রধানমন্ত্রীর হাত দিয়ে। কিন্তু শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার জন্য সেই ১৩ কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে না।

Kolkata Metro: ‘রাজ্যের অসহযোগিতায় চতুর্থ মেট্রো পরিষেবার উদ্বোধন আটকে গেল’, মোদী আসার আগেই চিংড়িহাটা নিয়ে আক্ষেপ মেট্রো কর্তার
কী বলছেন মেট্রো কর্তা? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2025 | 12:24 PM
Share

কলকাতা: উদ্বোধনের আগেই বিস্ফোরক মেট্রো জেনারেল ম্যানেজার। রাজ্যের অসহযোগিতায় চতুর্থ মেট্রো পরিষেবার প্রকল্পের উদ্বোধন আটকে গেল, দাবি মেট্রো কর্তার। ফের সুর চড়ালেন চিংড়িহাটা নিয়ে। আগামী ২২ অগস্ট কলকাতা এবং শহরতলির তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া-কলকাতা বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড সংযুক্তিকরণ এবং রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন-বেলেঘাটা স্টেশন মেট্রো পরিষেবার উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে। কিন্তু তার আগেই রীতিমতো বিস্ফোরক কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

উদয়বাবু বলছেন, শুধু এই তিনটি প্রকল্প নয়, আরও ১৩ কিলোমিটার পরিষেবার উদ্বোধন হতে পারত প্রধানমন্ত্রীর হাত দিয়ে। কিন্তু শুধুমাত্র রাজ্যের অসহযোগিতার জন্য সেই ১৩ কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে না। রাজ্য না জমি দেওয়ার ক্ষেত্রে বারবার অসহযোগিতা করেছে বলে মেট্রো জেনারেল ম্যানেজার অভিযোগ করেছেন। তা নিয়ে চাপানউতোরও চলছে পুরোদমে। কিন্তু এবার ফের একই অভিযোগে সরব হলেন এক্কেবারে মোদী আগমণের প্রাক্কালে। 

প্রধানমন্ত্রী নিজে মেট্রো প্রকল্পের উদ্বোধনে কলকাতায় আসছেন। সেখানে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে রেলমন্ত্রীর চিঠির দ্বারা। এই অবস্থায় খোদ জেনারেল ম্যানেজারের আক্ষেপ, চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য যে জমি প্রয়োজন ছিল তা বারবার আবেদন করা হলেও রাজ্য দেয়নি। এই জমিটুকু যদি পাওয়া যেত তাহলে এই অংশের কাজ শেষ হয়ে কবি সুভাষ-জয়হিন্দ মেট্রো স্টেশন বা কলকাতা বিমান বন্দর মেট্রো করিডরের অনেকটা অংশেরই উদ্বোধন করা সম্ভব হত। 

এর আগেও বারবার রেলমন্ত্রী কলকাতায় এসে রাজ্য সরকারের অসহযোগিতা নিয়ে সরব হয়েছেন। এমনকি রেল বোর্ডের তরফে এও বলা হয়েছে, গোটা দেশে মেট্রো প্রকল্প করতে যে সময় বেঁধে দেওয়া হয়, তার মধ্যেই কাজ শেষ হয়। একমাত্র পশ্চিমবঙ্গে বেঁধে যাওয়ার সময়ের থেকে বছরখানেক দেরিতে যেকোনো প্রকল্প শেষ হয়। যে কারণে নতুন কোন প্রকল্প এই রাজ্যের জন্য বরাদ্দ করতে গেলে অনেক আলোচনা করতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে এসে সেই অসহযোগিতার বিষয়টি আবার তুলে ধরেন কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে প্রশাসনিক মহল।