Who Is Monalisa Das: ‘১০টি ফ্ল্যাটের মালিক, মন্ত্রীকে ধরে বিভাগীয় প্রধান’, ইডি নজরে মোনালিসা
শান্তিনিকেতনের মোনালিসা অর্পিতা মুখার্জির মতো রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ২০১৪ সালে তিনি আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে ২০ কোটি টাকা উদ্ধার ইডি-র। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। শুক্রবার সকাল থেকে তদন্তকারীদের আতস কাঁচের তলায় পার্থ ঘনিষ্ঠ আরেকজন বান্ধবী মোনালিসা দাসও। অর্পিতা মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করেই মোনালিসা দাসের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা।
কে এই মোনালিসা?
শান্তিনিকেতনের মোনালিসা অর্পিতা মুখার্জির মতো রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। ২০১৪ সালে তিনি আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। যোগ দিয়েই দায়িত্ব পান বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের। মোনালিসার বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রীর প্রভাব খাটিয়ে পদ পেয়েছেন। সেখানে নেপথ্য ভূমিকায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই মোনালিসার ১০টি ফ্ল্যাটের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, বোলপুরে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির কেয়ার টেকার ছিলেন মোনালিসা। শান্তিনিকেতনে একাধিক বাড়ির যাবতীয় দেখভাল করতেন মন্ত্রী ঘনিষ্ঠ এই অধ্যাপিকা।