Monsoon: এসে গেল বর্ষা নিয়ে বড় সুখবর, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, দেখে নিন আপডেট
Monsoon: দক্ষিণ আন্দামান সাগরেও শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। আর বেশিদিন দেরী নেই। আগামী ১৩ মে-র মধ্যে আরও ছড়িয়ে পড়বে বর্ষা। তবে কেরল বা বাংলা নিয়ে আপাতত কোনও পূর্বাভাস নেই।

Image Credit source: PTI
কলকাতা: গত সপ্তাহে স্বস্তি মিললেও মঙ্গলবার সকাল থেকে বেশ টের পাওয়া যাচ্ছে অস্বস্তিকর গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। তাপমাত্রা আরও বাড়বে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে এল সুখবর। দরজায় কড়া নাড়ছে বর্ষা। অনেক আগেই চলে এল মৌসুমী বায়ু।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বর্ষা নিয়ে বড় সুখবর দেওয়া হয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এসে পড়েছে বর্ষা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের ১৬ দিন আগেই নিকোবরে হাজির হয়েছে বর্ষা।
দক্ষিণ আন্দামান সাগরেও শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। আর বেশিদিন দেরী নেই। আগামী ১৩ মে-র মধ্যে আরও ছড়িয়ে পড়বে বর্ষা। তবে কেরল বা বাংলা নিয়ে আপাতত কোনও পূর্বাভাস নেই।

জোড়া কলা খেলেই মহাবিপদ! আসল সত্যিটা অনেকেই জানেন না

রথের আগেই ফের নিম্নচাপ! বৃষ্টির ফাঁড়া কোথায় কোথায়?

ঝিঙে মুখে রোচে না? এই একটা জিনিস দিয়ে রাঁধলেই মাংসকে করবে ফেল!

স্নানের পরে বাথরুমে পড়ে থাকে চুল? বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

বর্ষাকালে বাড়ে পোকার উৎপাত? বাড়ির হেঁশেলেই রয়েছে সমস্যার সমাধান

বর্ষায় দ্রুত পচে যাচ্ছে শাক-সবজি! কোন উপায়ে সমস্যা থেকে মিলবে মুক্তি?