Saltlake TET Agitation: একরত্তিও সাক্ষী থাকল মায়ের ‘হকের লড়াই’য়ের

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Oct 19, 2022 | 10:58 AM

বীথিকার সঙ্গী তার দু'বছর সাত মাসের দুধের শিশুটাও। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আন্দোলনের অন্যতম একজন এই একরত্তিও

কলকাতা: বীথিকা নায়েক। বাড়ি পূর্ব মেদিনীপুর। সল্টলেক করুণাময়ীতে চলা আন্দোলনকারী প্রার্থীদের মধ্যে একজন তিনি। ‘বঞ্চিত’দের ভিড় থেকে একটু খেয়াল করলেই আলাদা করা যাবে বীথিকাকে। কারণ, লড়াইয়ের মঞ্চে একা না, বীথিকার সঙ্গী তার দু’বছর সাত মাসের দুধের শিশুটাও। ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আন্দোলনের অন্যতম একজন এই একরত্তিও। ছেলেকে কোলে নিয়ে ক্লান্ত বীথিকার কথায়, “বাড়িতে ওকে কিছুতেই রেখে আসা যাচ্ছিল না। বড্ড অসুস্থ হয়ে পড়ছিল। তাই বাধ্য হয়ে ওকে নিয়ে এসেছি”।

করুণাময়ীতে এখন এরকম অনেক ‘বীথিকা’র ভিড়। সবার মুখে একটাই দাবি, একটাই স্লোগান, ‘নিয়োগ চাই’। যদিও গতকালই এই দাবিতে কার্যতই ‘অনায্য’ বলে উড়িয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সভাপতির কথায়, উপযুক্ত প্রার্থীরা আরও একবার বসুক নিয়োগ প্রক্রিয়ায়। আর এতেই আরও গর্জে উঠেছে আন্দোলনকারীরা। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হয়ে আবারও পরীক্ষায় বসতে নারাজ তারা। হকের চাকরি না মেলায় আজ তারা বঞ্চিতদের দলে। বাড়ি, পরিবার ছেড়ে তাদের ঠাঁই হয়েছে রাস্তায়। সন্তান কোলে সেই আন্দোলনে সামিল মা-ও। কোলের শিশু বোঝেও না এই আন্দোলনে অর্থ কী, মর্ম কী। শুধু মায়ের চোখে স্বপ্ন, চাকরটি পেলে, সংসারটা একটু ভালমতো চলবে, সন্তানের জন্য তৈরি হতে পারে এক উজ্জ্বল ভবিষ্যত।