Ramzan 2023: রমজান মাসে সময়ের আগেই ছুটি নিতে পারবেন মুসলিম শিক্ষক-শিক্ষাকর্মীরা, নির্দেশ পর্ষদের

Ramzan 2023: এই সময় প্রায় ১ মাস সারাদিন উপবাসে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিকেলের পর উপবাস ভাঙেন তাঁরা।

Ramzan 2023: রমজান মাসে সময়ের আগেই ছুটি নিতে পারবেন মুসলিম শিক্ষক-শিক্ষাকর্মীরা, নির্দেশ পর্ষদের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 12:33 AM

কলকাতা : রমজান মাসে সংখ্যালঘু শিক্ষক বা শিক্ষিকারা চাইলে নির্দিষ্ট সময়ের আগেই স্কুল থেকে ছুটি নিয়ে বেরতে পারবেন। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীন সব স্কুলের শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা রমজান মাসে দুপুর সাড়ে ৩ টের পর বেরতে পারেন। পর্ষদের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এই সময় প্রায় ১ মাস সারাদিন উপবাসে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিকেলের পর উপবাস ভাঙেন তাঁরা। সেই সময় ইফতারের আয়োজন করা হয়। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার চার দিন পূর্ণ হল এবছরের রমজান মাসের। এই সময় প্রতিদিন ভোরে হয় সেহরি। এরপর শুরু হয় উপবাস। তারপর ইফতার। কোনও বছর ২৯ দিনে, কোনও বছর ৩০ দিনে পূর্ণ হয় রমজান মাস। সাধারণত চাঁদ কবে দেখা যাবে, তার ওপর নির্ভর করেই রমজান মাসের সময়সীমা নির্ধারণ হয়। প্রতিবারের মতো এবারও রমজান মাসের শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

উল্লেখ্য, সোমবারই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গোলাম রব্বানিকে। আপাতত সেই দফতর নিজে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এছাড়া রাজ্যের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান পদেও রদবদল হয়েছে।

১২ বছরে সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করা হয়েছে বলেও সাম্প্রতিক বৈঠকে মন্তব্য করেছেন মমতা। সাগরদিঘি নির্বাচনের পর ফলাফল নিয়ে বিশ্লেষণের দায়িত্ব তিনি দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, জাকির হুসেন, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়কে।