Bangladesh MP death: কলকাতায় বাংলাদেশের সাংসদের রহস্যমৃত্যু, খুন বলে অনুমান পুলিশের
Bangladesh MP: কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। ১৩ মে-র পর পরিবার ওই সাংসদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। এরপর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
কলকাতা: ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত পাঁচ দিন ধরে তাঁর কোনও খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। আজ, বুধবার সকালে উদ্ধার তাঁর মৃত্যুর খবর সামনে এসেছে। আজিম বাংলাদেশের আওয়ামি লিগের তিনবারের সাংসদ। কীভাবে তাঁর মৃত্যু হল? খুন নাকি অন্য কিছু? বাড়ছে রহস্য।
কী কী তথ্য সামনে আসছে, একনজরে:
গত ১২ মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিন জন।
বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তাঁর নাম গোপাল বিশ্বাস।
গত ১৩ মে তাঁর বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর ১ টা ৪১ মিনিটে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। ১৩ মে-র পর পরিবার ওই সাংসদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি।
সাংসদের মেয়ে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন, তারপরই শুরু হয় তদন্ত। সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন।
গোপাল বিশ্বাস ১৮ মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট। সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম সাংসদ নির্বাচিত হন তিনি। পরপর তিনবার সাংসদ হন। জানা যায়, বাংলাদেশে আজিমের একটি ব্যবসা আছে। সেই ব্যবসায় প্রচুর টাকা লাভ করেন তিনি। মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসে। ভারতের সঙ্গে ব্যবসার সূত্রে যোগাযোগ ছিল তাঁর।