AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: নজরে বাংলার এই জেলাগুলি, ৩ মাসের জন্য কড়া নজরদারি-বাড়তি সতর্কতা! ভারত-পাক অস্থির পরিস্থিতিতে নবান্নের তরফে বড় বার্তা

Nabanna: প্রত‍্যন্ত এলাকা , দুর্গম এলাকাগুলিতে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বিশেষ নির্দেশ হাসপাতালগুলোকে।আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় ঘাটতি না থাকে তার নির্দেশ।

Nabanna: নজরে বাংলার এই জেলাগুলি, ৩ মাসের জন্য কড়া নজরদারি-বাড়তি সতর্কতা! ভারত-পাক অস্থির পরিস্থিতিতে নবান্নের তরফে বড় বার্তা
নবান্নImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2025 | 8:48 PM
Share

কলকাতা: আগামী তিন মাসের জন্য জেলাগুলিতে যাতে কোনও খাদ‍্য ঘাটতি না হয় তার জন্য আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসনকে নির্দেশ মুখ‍্যসচিব মনোজ পন্থের। কোনও জরুরি অবস্থা দেখা দিলে রাজ‍্য সরকারের আগাম সব ব্যবস্থা যেন তৈরি থাকে।রবিবার ভার্চুয়াল বৈঠক করে মুখ‍্যসচিব মনোজ পন্থ রাজ‍্যের প্রতি জেলায় কত খাদ‍্য মজুত আছে, তা নিয়ে আলোচনা করেন। বৈঠকে বিশেষ কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে।

প্রত‍্যন্ত এলাকা , দুর্গম এলাকাগুলিতে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।সুন্দরবনের জলপথ এবং উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বিশেষ নির্দেশ হাসপাতালগুলোকে।আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় ঘাটতি না থাকে তার নির্দেশ।

উল্লেখ্য, রাজ্য ও কলকাতা পুলিশের জন্যও একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে চাঙ্গা রাখতে হবে।  সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে কী কী প্রস্তুতি নিতে হবে, তা স্পষ্ট করে দিয়েছে নবান্ন। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা  নিখুঁত রাখার ওপরেও বিশেষ নজর দিয়েছেন মুখ্যসচিব। রেডিয়ো, মোবাইল বা অন্য যে কোনও যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রেই যেন কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে নজর দেওয়া হচ্ছে।  প্রতিটি জেলার পুলিশ সুপার ও কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি, ভুয়ো তথ্য, গুজবে যাতে কেউ কান না দেন, যেন রাজ্যের ভিতরেই কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে।