Narkeldanga Fire: নারকেলডাঙায় জুটমিলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
Narkeldanga: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জুটমিলের কর্মরত কর্মীরা হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। কর্মীদের চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ি থেকে বালতি, গামলা করে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা: সাতসকালে কাদাপাড়ায় আগুন। মঙ্গলবার সকালে ৯৩ নারকেলডাঙা মেন রোডে একটি জুটমিলে আগুন লাগে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও।
KEY HIGHLIGHTS
- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জুটমিলের কর্মরত কর্মীরা হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন।
- কর্মীদের চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ি থেকে বালতি, গামলা করে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা।
- দ্রুত জুটমিলের কর্মীদের উদ্ধার করা হয়। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
- খবর যায় দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতেও দেরি হয়। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ৮টি ইঞ্জিন যায়।
- বর্তমানে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
- এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।
- ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্তারাও। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।