Corona Update: পুজোর হুল্লোড়! উত্তর ২৪ পরগনাতেই ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ৪
Bengal Corona: গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ।
কলকাতা: গত একদিনে করোনা (Covid19) সংক্রমণ কিছুটা বাড়ল রাজ্যে। বেড়েছে পজিটিভিটি রেটও। তবে শনিবারের তুলনায় রবিবার পরীক্ষা কম হয়েছে। তারপরও সংক্রমিত কিংবা পজিটিভিটি রেট বেড়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর রবিবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১২৪টি।
শনিবার করোনা আক্রান্ত হয়েছিল ৬৭০ জন। মৃত্যু হয়েছিল ১৪ জনের। পজিটিভিটি রেট ছিল ২.২১ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩০ হাজার ২৮১টি।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৮ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-২।
আরও পড়ুন: BJP Protest: সোমবার রাজপথে মিছিল বিজেপির, এখনও অনুমতি দিল না লালবাজার