Corona Update: দৈনিক সংক্রমণ কিছুটা কম, তবু চিন্তা জিইয়ে রাখছে পজিটিভিটি রেট
Bengal: কলকাতায় একদিনে সংক্রমিত ১০৮ জন, মৃতের সংখ্যা ১। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৯১ জন। মৃত্যু হয়েছে চারজনের।
কলকাতা: রাজ্যে দৈনিক সংক্রমণ (Covid19) কিছুটা কমলেও চিন্তা জিইয়ে রাখছে রোজকার পজিটিভিটি রেট। পারদের ওঠানামা লেগেই রয়েছে। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত একদিনে পজিটিভিটি রেট ২.৩৩ শতাংশ। একদিন আগেই যা ছিল ২.১৩ শতাংশ। শনিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪৩ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।
একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৫০১ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১৮টি। গত একদিনে সব থেকে বেশি সংক্রমণ হয়েছে কলকাতায়। অন্যদিকে সব থেকে বেশি মৃত্যু উত্তর ২৪ পরগনায়। কলকাতায় একদিনে সংক্রমিত ১০৮ জন, মৃতের সংখ্যা ১। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৯১ জন। মৃত্যু হয়েছে চারজনের। এরপরই নদিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। একজন করে মৃত্যু হয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায়।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
কোচবিহার- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
দার্জিলিং- গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। শুক্রবার মৃত্যু-১, শনিবার মৃত্যু-০।
কালিম্পং- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।
জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
মালদহ-গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
নদিয়া- গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-২।
বীরভূম- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
পুরুলিয়া- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
বাঁকুড়া- গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-১।
পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
হাওড়া- গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-১।
হুগলি- গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। শুক্রবার মৃত্যু-৪, শনিবার মৃত্যু-৪।
দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। শুক্রবার মৃত্যু-০, শনিবার মৃত্যু-১।
কলকাতা- গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। শুক্রবার মৃত্যু-৩, শনিবার মৃত্যু-১।
আরও পড়ুন: Kerala Rain: প্লাবনে প্রাণ কাড়া শুরু কেরলে! পাঁচজনের মৃত্যু, নিখোঁজের তালিকাও দীর্ঘ হচ্ছে