Newtown: নিউটাউনে স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুন! প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট দেখে নিশ্চিত তদন্তকারীরা
Newtown: শুক্রবার সকালেই লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে একটি কমলালেবু পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মুখ থেকে গ্যাজলাও বেরোচ্ছিল।

কলকাতা: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে অনুমান পুলিশের। প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গোটা শরীরে আঁচড়ের চিহ্ন রয়েছে। যৌনাঙ্গে পাওয়া গিয়েছে ক্ষতচিহ্ন। তাতে ফরেনসিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবে মনে করছেন, খুনের আগে ওই নাবালিকার ওপর যৌন নির্যাতনও করা হয়েছে। কারণ চিহ্নগুলো সবই অ্যান্টি মর্টম। অর্থাৎ আগে অত্যাচার হয়েছে, পরে খুন করা হয়েছে।
শুক্রবার সকালেই লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলের ভিতর থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে একটি কমলালেবু পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মুখ থেকে গ্যাজলাও বেরোচ্ছিল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা নেভিতে চাকরি করেন। তিনি মুম্বইতে থাকেন। তিনি খবর পেয়ে বাড়িতে আসছেন। বাড়িতে দুই বোন মা থাকেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে ঝামেলা করে বেরিয়েছিল। দুই বোনের মধ্যে ঝামেলা হয়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে পুলিশ। ইতিমধ্যে পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের।





