Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে আমিষ কি পাওয়া যাবে? রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে যা জানালেন সুকান্ত…
Sukanta Majumdar on nonveg menu in Vande Bharat sleeper: কবে থেকে বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার পাওয়া যাবে? দিনক্ষণ অবশ্য বলতে পারলেন না বালুরঘাটের সাংসদ সুকান্ত। তিনি বলেন, " ধীরে ধীরে চালু করতে হয়। একবারে তো পাওয়া যায় না।" অর্থাৎ বন্দে ভারত স্লিপারে আমিষ চালু হলেও কবে থেকে তা হবে, সেই নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল বিষয়টিকে ইস্যু করে কি না, সেটাই এখন দেখার।

কলকাতা: দিন দশেক আগে বাংলার মালদহ থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, ট্রেন চালু হওয়ার পরই বিতর্ক বাধে। বন্দে ভারত স্লিপারে দেওয়া হচ্ছে নিরামিষ খাবার। আমিষ খাবার পাওয়া যাচ্ছে না। ভোটমুখী বাংলায় এই নিয়ে বিজেপিকে নিশানা করে ময়দানে নেমেছে তৃণমূল। বিজেপি সরকার আমিষ খাবার বন্ধ করে দিতে চাইছে বলে সরব হয়েছে তারা। এই আবহে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার পরই তৃণমূলকে পাল্টা নিশানা করলেন। কী বললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি?
বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার নিয়ে রাজনৈতিক তরজা বাড়তে রেলমন্ত্রীকে তিনি ফোন করেন জানিয়ে সুকান্ত বলেন, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে কথা হয়েছে। আমি তাঁকে জানিয়েছিলাম, তৃণমূল কংগ্রেস এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল তৈরি করছে যে, বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে। আমিষ নেই। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। রেলমন্ত্রী আমাকে বলেছেন, শুরুতে আমরা নিরামিষ দিয়ে শুরু করেছি। বন্দে ভারত স্লিপারে আমিষও পাওয়া যাবে। কারণ, পূর্ব ভারতের অসম ও বাংলার মানুষ মূলত আমিষভোজী। ফলে আমিষও পাওয়া যাবে।”
কিন্তু, কবে থেকে বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার পাওয়া যাবে? দিনক্ষণ অবশ্য বলতে পারলেন না বালুরঘাটের সাংসদ সুকান্ত। তিনি বলেন, ” ধীরে ধীরে চালু করতে হয়। একবারে তো পাওয়া যায় না।” অর্থাৎ বন্দে ভারত স্লিপারে আমিষ চালু হলেও কবে থেকে তা হবে, সেই নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল বিষয়টিকে ইস্যু করে কি না, সেটাই এখন দেখার।
