CPIM: ‘চার’ নেতার মধ্যে জোর ‘লড়াই’, বুধবারই বড় সিদ্ধান্তের পথে সেলিমরা
CPIM: দৌড়ে রয়েছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সোমনাথ ভট্টাচার্যও। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বামপন্থী সংগঠনকে মজবুত করার পিছনে গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে তাঁর। আবার অনেকে বলছেন শেষ মুহূর্তে নিরাপদ সর্দার দৌড়ে ঢুকে পড়লে অবাক হওয়ার কিছু নেই। চড়ছে জল্পনার পারদ।

কলকাতা: রাত পোহালেই উত্তর ২৪ পরগনা জেলা সিপিআইএমের সম্পাদক বাছাই হওয়ার কথা। বুধবার আলিমুদ্দিন স্ট্রিটে বসছে বড় আসর। সূত্রের খবর, সম্পাদকের দৌড়ে সামনের সারিতে রয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাশ। জেলা সম্পাদক ভোটাভুটিতে হেরে যাওয়ায় আপাতত জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে পলাশকে। অন্যদিকে শুরু থেকে সে অর্থে সম্পাদকের লড়াইয়ে না থাকলেও শেষ মুহূর্তে একবারে সামনের সারিতে উঠে এসেছেন একদা দাপুটে সিপিআইএম নেতা কামারহাটির মানস মুখোপাধ্যায়।
দৌড়ে রয়েছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সোমনাথ ভট্টাচার্যও। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বামপন্থী সংগঠনকে মজবুত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আবার অনেকে বলছেন শেষ মুহূর্তে নিরাপদ সর্দার দৌড়ে ঢুকে পড়লে অবাক হওয়ার কিছু নেই। জল্পনা চলছেই।
অন্যদিকে ছাত্র রাজনীতি থেকে শ্রমিক সংগঠনের রাজনীতিতে সব ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দেওয়া গার্গী চট্টোপাধ্যায় শুরু থেকে দৌড়ে থাকলেও তিনি সিপিআইএমের জেলা রাজনীতির বর্তমান সমীকরণে খুব একটা আগ্রহী নন সম্পাদক হতে। শোনা যাচ্ছে এমনটাই। এখন দেখার শেষ পর্যন্ত জেলা সম্পাদক হিসাবে কাকে বেছে নেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা।





